মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়েছেন পতনের যুগে। সেখান থেকে তিনি কতটা তুলে আনতে পারবেন নিজেদেরকে তা কেবল ভবিষ্যতই বলতে পারে। স্টিভ ওয়াহ পরবর্তী যুগে অস্ট্রেলিয়াকে বিশ্ব ক্রিকেট দেখেছে অপ্রতিরোধ্য শক্তি হিসেবে। রিকি পন্টিংয়ের সত্যিকারের শক্তি ছিলেন শেন ওয়ার্ন-ম্যাকগ্রা-হেইডেনরা। তাদের যুগ শেষ হয়ে যাওয়ার পর বিশ্ব ক্রিকেট দেখলো রিকি পন্টিংয়ের ঝুলিতে কোনো জাদু ছিল না। বরং তার জাদু ছিলেন তার সতীর্থরাই। অস্ট্রেলিয়া ক্রিকেট বক্সের জাদু যারা ছিলেন তাদের সবাই অবসরে। রিকি পন্টিংই কেবল এখনো টিকে আছেন। তবে আর কতদিন? এই প্রশ্ন বোধ হয় এখন করাই যায়। বিশ্বকাপ শেষে রিকি পন্টিংয়ের অবসরের পর ক্লার্ক যুগের সূচনা। প্রথমেই বাংলাদেশের মত দেশ পেয়ে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব পেয়েছে তার দল। কিন্তু সত্যিকারের ক্রিকেট শক্তির বিপরীতে মাঠে নামলেই বুঝা যাবে মাইকেল ক্লার্কের আধিপত্য। ক্লার্ক অবশ্য বলছেন একটি নতুন যুগের সূচনা করার জন্যই তিনি এসেছেন। তিনি রান করতে চান নিজের ব্যাট দিয়ে। সেই সঙ্গে দলকে অনেক বিজয় উপহার দিতে চান। মাইকেল ক্লার্কের অস্ত্র নেই রিকির মতো।
গ্ল্যান ম্যাকগ্রাদের জন্ম এতটা তাড়াতাড়ি হয় না। তবে কি নিয়ে লড়বেন ক্লার্ক? অস্ট্রেলিয়ার আত্মাভিমান? এই শক্তি নিয়ে মাঠের লড়াইয়ে অন্তত জয় পাওয়া সহজ হবে না অসি অধিনায়কের জন্য। মাইকেল ক্লার্কের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। তাকে খুঁজে বের করতে হবে দাবার ঘুঁটি। ওয়াটসন হতে পারেন সেই ঘুঁটি। কিন্তু এক ওয়াটসনের উপর কতটা ভরসা রাখতে পারবেন ক্লার্ক? এতসব হতাশার পরও ক্লার্ক অবশ্য আশা করছেন অস্ট্রেলিয়া নিজেদের শক্তি ঠিকই প্রদর্শন করবে মাঠে। তিনি বলছেন, 'অধিনায়ক এবং একজন ক্রিকেটারের মাঝে পার্থক্য রয়েছে। আমি অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। কিন্তু অধিনায়ক হিসেবে আমার খেলা হবে আলাদা। মাঠে ভালো কিছু করতে হবে এবং সেই সঙ্গে দলকে উপহার দিতে হবে বিজয়।' মাইকেল ক্লার্ক কতটা ভালো অধিনায়ক হিসেবে নিজের পরিচিতি দাঁড় করাতে পারবেন তা কেবল ভবিষ্যতই বলতে পারে। তবে তিনি যে সহজেই নিজেদের স্থান থেকে সরে দাঁড়াবেন না তা বিশ্ব ক্রিকেটকে এখনই বুঝে নিতে হবে।
গ্ল্যান ম্যাকগ্রাদের জন্ম এতটা তাড়াতাড়ি হয় না। তবে কি নিয়ে লড়বেন ক্লার্ক? অস্ট্রেলিয়ার আত্মাভিমান? এই শক্তি নিয়ে মাঠের লড়াইয়ে অন্তত জয় পাওয়া সহজ হবে না অসি অধিনায়কের জন্য। মাইকেল ক্লার্কের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। তাকে খুঁজে বের করতে হবে দাবার ঘুঁটি। ওয়াটসন হতে পারেন সেই ঘুঁটি। কিন্তু এক ওয়াটসনের উপর কতটা ভরসা রাখতে পারবেন ক্লার্ক? এতসব হতাশার পরও ক্লার্ক অবশ্য আশা করছেন অস্ট্রেলিয়া নিজেদের শক্তি ঠিকই প্রদর্শন করবে মাঠে। তিনি বলছেন, 'অধিনায়ক এবং একজন ক্রিকেটারের মাঝে পার্থক্য রয়েছে। আমি অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। কিন্তু অধিনায়ক হিসেবে আমার খেলা হবে আলাদা। মাঠে ভালো কিছু করতে হবে এবং সেই সঙ্গে দলকে উপহার দিতে হবে বিজয়।' মাইকেল ক্লার্ক কতটা ভালো অধিনায়ক হিসেবে নিজের পরিচিতি দাঁড় করাতে পারবেন তা কেবল ভবিষ্যতই বলতে পারে। তবে তিনি যে সহজেই নিজেদের স্থান থেকে সরে দাঁড়াবেন না তা বিশ্ব ক্রিকেটকে এখনই বুঝে নিতে হবে।
No comments:
Post a Comment