Wednesday, April 27, 2011

মিথ্যুক গেইল!

পাকিস্তানের সঙ্গে পর পর দুটি একদিনের ম্যাচে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচেই ব্যর্থ হয়েছে তাদের ব্যাটিং লাইন-আপ। অভিজ্ঞ চন্দরপল, সারোয়ান, পোলার্ড, ব্রাভো ও গেইলকে বাদ দেওয়ায় তাই চাপেই আছে দেশটির ক্রিকেট বোর্ড। এ রকম সময়ে বোমা ফাটানোর মতোই কথা বলে বিতর্ক সৃষ্টি করেছেন ক্রিস গেইল। 'আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে দলে নেওয়া হয়নি'_ ক্রিকিনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই দাবি করেছেন ক্যারিবিয়ান অ্যাটাকিং ব্যাটসম্যান ক্রিস গেইল। তারই প্রেক্ষিতে মুখ খুললেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডবি্লউআইসিবি)। তাদের দাবি গেইল মিথ্যা কথা বলছেন।

ডবি্লউআইসিবি'র প্রধান আর্নেস্ট হিলারি 'লাইন অ্যান্ড লেন্থ নেটওয়ার্ক' নামক এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'ক্রিস গেইল আইপিএলের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আমরা তার সঙ্গে যোগাযোগের যথেষ্ট চেষ্টা করেছি। তাকে কোনোভাবেই দল থেকে বাদ দেওয়া হয়নি। বরং সে নিজেই খেলতে রাজি ছিল না। আমরা প্রমাণ করতে পারি যে সে অসত্য কথা বলেছে। প্রমাণ হিসেবে আমাদের কাছে রয়েছে চিঠি ও ইমেইল। কিন্তু আমরা তা করব না। আমরা প্রমাণ করতে চাই না যে সে মিথ্যা কথা বলেছে। তবে সে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে আমরা পুরোপুরি হতাশ। আমরা মনে হয় তাকে কেউ তাকে ভুল বুঝিয়েছে।' হিলারি দাবি করেন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে গেইলকে আইপিএলে খেলতে দিবে। তিনি বলেন, 'আমরা চাই ক্রিকেটাররা অর্থ উপার্জন করুক। তবে আমরা এটাও চাই যে তারা ওয়েস্ট ইন্ডিজের প্রতি তাদের কথার প্রতিফলন ঘটাক।' তিনি আরও দাবি করেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড গেইল, ডোয়াইন ব্রাভো ও কেরন পোলার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। পোলার্ড ও ব্রাভো বোর্ডের সঙ্গে যোগাযোগ করলেও গেইল করেননি। তাদের দাবি গেইলকে বোর্ড নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল এই কারণে যে সে বোর্ডের সঙ্গে কোনো যোগাযোগ করেনি এবং বোর্ড ভেবেছিল তার ইনজুরি থেকে পুনর্বাসনের জন্য বিশ্রামের দরকার।

No comments: