শনিবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় নৃত্য উৎসব। 'নৃত্যের তালে তালে বিশ্ব আজ একসাথে' স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন নৃত্য সংগঠন এখানে নৃত্য উপস্থাপন করবে। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে সপ্তাহব্যাপী এ উৎসব দেশের প্রতিটি বিভাগীয় শহরসহ বগুড়া, ময়মনসিংহ, ফরিদপুর, শেরপুরে একযোগে চলবে। আয়োজকরা আশা করছেন, উৎসবে দেশের সহস্রাধিক শিল্পীরা অংশ নেবে। উৎসব উপলক্ষে শিল্পকলা একাডেমী চিত্রশালা প্লাজায় নৃত্যবিষয়ক আলোকচিত্র, নৃত্যের পোশাক, নূপুর প্রদর্শনী ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া প্রবীণ নৃত্যশিল্পী গোলাম মোস্তাফা খান, রওশন আরা বেগম, সালেহা চৌধুরী, কমলকান্তি পাল, তপন দাশগুপ্তকে বিশেষ সম্মাননা জানানো হবে। এদিকে ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবসকে সামনে রেখে নৃত্যশিল্পী সংস্থা বিশেষ নৃত্যানুষ্ঠান ও আলোচনার আয়োজন করেছে। ওইদিন মূল অনুষ্ঠান হবে শিল্পকলার জাতীয় নাট্যশালা মঞ্চে।
No comments:
Post a Comment