জেমি সিডন্স চলে গেছেন। ক্রিকেটে নতুন কোচের জন্য বিসিবি খুব শীঘ্রই পত্রিকায় বিজ্ঞাপন দেবে বলে বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন। মূল কোচের পাশাপাশি ব্যাটিং ও বোলিং কোচও খোঁজা হচ্ছে। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্যাটিং কোচ বানানোর চিন্তা বোর্ডের রয়েছে। বিশেষ করে সভাপতি আ হ ম মুস্তফা কামালের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকাতে সৌরভের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে বলে কেউ কেউ মনে করছেন। কিন্তু ক্রিকেটার হিসেবে সৌরভের যে অবস্থান তাতে তিনি বাংলাদেশের শুধু ব্যাটিং কোচ হতে চাইবেন কিনা তা দেখার বিষয়। যতই সম্পর্ক থাকুক বাংলাদেশের দায়িত্ব নিলে তিনি মূল কোচই হতে চাইবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সৌরভকে ব্যাটিং কোচ হওয়ার অফার আদৌ দেওয়া হবে কিনা তা বিসিবিরই অনেক পরিচালকই বলতে পারেননি।
এদিকে আবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব দেওয়া হতে পারে বল গুঞ্জনও শোনা যাচ্ছে। বোর্ড সভাপতির সঙ্গে আকরাম খানের বন্ধুত্বের কথা ক্রীড়াঙ্গনে সবারই জানা আছে। যে সময় আকরাম বোলার হিসেবে বিশ্ববিখ্যাত ছিলেন তখুনি মুস্তফা কামালের এক অনুরোধে আবাহনীতে খেলে যান। সেক্ষেত্রে আকরামকে যদি সত্যি অফার দেওয়া হয় তাহলে তার ঢাকায় উড়ে আসাটা অবিশ্বাসের কিছু হবে না। অবশ্য এর পেছনে পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যাপারও জড়িত রয়েছে।
এদিকে আবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব দেওয়া হতে পারে বল গুঞ্জনও শোনা যাচ্ছে। বোর্ড সভাপতির সঙ্গে আকরাম খানের বন্ধুত্বের কথা ক্রীড়াঙ্গনে সবারই জানা আছে। যে সময় আকরাম বোলার হিসেবে বিশ্ববিখ্যাত ছিলেন তখুনি মুস্তফা কামালের এক অনুরোধে আবাহনীতে খেলে যান। সেক্ষেত্রে আকরামকে যদি সত্যি অফার দেওয়া হয় তাহলে তার ঢাকায় উড়ে আসাটা অবিশ্বাসের কিছু হবে না। অবশ্য এর পেছনে পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যাপারও জড়িত রয়েছে।
No comments:
Post a Comment