আগামী দশকের গাড়ি দেখতে কেমন হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রে একটি নকশা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তিন চাকার একটি বৈদ্যুতিক গাড়ির নকশা তৈরি করে এক হাজার প্রতিযোগীর মধ্যে প্রথম পুরস্কারটি বগলদাবা করেছেন সার্বিয়ার এক নকশাবিদ। আগামী দশকের গাড়ির সেরা সেই নকশাবিদের নাম মার্কো লুকোভিচ। তিনি টেনথ মিশিগান চ্যালেঞ্জ ডিজাইন ২০১১ প্রতিযোগিতায় সেরা ঘোষিত হয়েছেন। লুকোভিচ তার নকশা করা গাড়িটির নাম দিয়েছেন 'সুপারসনিক'। তবে, নাম সুপারসনিক হলেও তিন চাকার এই বৈদ্যুতিক গাড়িটি শব্দের গতি অতিক্রম করতে পারবে না। গাড়িটির নকশার সঙ্গে সুপারসনিক প্লেনের মিল রয়েছে। গাড়িটির পেছনের দুটি চাকার সঙ্গেই আলাদা আলাদা বৈদ্যুতিক মোটর রয়েছে, রকেটের আদলে তৈরি এই গাড়িটিতে সামনে চালক ছাড়াও পেছনে একজন আরোহীর বসার ব্যবস্থা থাকছে। আগামীতে গাড়িটিতে ক্ষুদ্রাকৃতির লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারের ব্যবস্থা থাকবে যার মাধ্যমে একে সেলফোনের মতোই সহজে চার্জ দেওয়া যাবে। গাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটির অটোমেটিক পাইলট মোড, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিজ থেকেই চলতে পারে এটি। ২০২১ সালেই হয়তো লুকোভিচের নকশা করা এই তিন চাকার 'সুপারসনিক'-এর দেখা মিলতে পারে।
No comments:
Post a Comment