এবার ভারতীয় ব্রেইল মোবাইল

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে বিভিন্ন সংস্থা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি। এমনকি নিত্যনতুন এসব প্রযুক্তিকে তাদের দোরগোড়ায় নিয়ে আসছে বিভিন্ন কোম্পানি। বিজ্ঞানের কল্যাণে এসব প্রতিবন্ধীর জন্য ইতোমধ্যে তৈরি হয়েছে ব্রেইল বুক, ব্রেইল কম্পিউটার এমনকি ব্রেইল মোবাইল। এবার পশ্চিমা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতে চালু হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী বিশেষ ধরনের মোবাইল ফোন। সম্প্রতি দেশটির ইনটেক্স টেকনোলজিস নামক একটি প্রতিষ্ঠান ইনটেক্স ভিশন নামের ব্রেইল মোবাইল ফোন তৈরি করেছে। ইনটেক্স-এর তৈরি করা এই বিশেষ মোবাইল ফোনে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যবহার সহায়ক বড় আকারের ব্রেইল কি প্যাড। এ ছাড়াও রয়েছে টকিং কি প্যাড অপশন যা টাইপ করা মোবাইল নম্বরটি পড়ে শোনাবে। মোবাইলটিতে বিনোদন উপযোগী ফিচার হিসেবে এফএম রেডিও, অডিও প্লেয়ার, ২ গিগাবাইটেরও বেশি অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ, টর্চ, মোবাইল ট্র্যাকার, কি প্যাড লক, ৫০০ নম্বর সংরক্ষণ এবং ২৫০ এসএমএস সংরক্ষণের সুবিধাও রয়েছে। ইনটেক্স ভিশন মোবাইল ফোনে রয়েছে এসওএস ফিচার। যার মাধ্যমে চারটি ইমার্জেন্সি নম্বর সংরক্ষণ করার সুবিধা আছে। এসওএস বাটনটিতে চাপ দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রথম জরুরি নম্বরটিতে কল চলে যাবে। ভারতে দৃষ্টিপ্রতিবন্ধীদের বিষয়ে কাজ করা প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড (ন্যাব) মোবাইল ফোনটি চালু করেছে। উল্লেখ্য, বিশ্বে ভারতেই সবচেয়ে বেশিসংখ্যক দৃষ্টিপ্রতিবন্ধী রয়েছে।

Post a Comment

0 Comments