দেশ বড় না ক্লাব-প্রশ্ন তুলে দিয়েছে এবারের আইপিএল। ইংল্যান্ডে টেস্ট সিরিজের জন্য লঙ্কান বোর্ড ৫ মে'র মধ্যে দেশে ফিরতে বলেছিল কুমার সাঙ্গাকারাদের। এতে অসন্তোষ প্রকাশ করেন শ্রীলঙ্কার খেলোয়াড়রা। পরে ভারতীয় বোর্ডের চাপে ৫-এর বদলে ১৮ মে দেশে ফিরতে বলা হয় সাঙ্গাকারাদের। ওয়েস্ট ইন্ডিজের কিয়েরন পোলার্ডও আইপিএলের জন্য খেলছেন না পাকিস্তানের বিপক্ষে সিরিজ। আর সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ক্রিস গেইল প্রথম দুই ওয়ানডেতে সুযোগ না পেয়ে চলে এসেছেন আইপিএল খেলতে। তাই তাঁর ওপর খেপেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এমন সময়ই সর্বকালের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট জানালেন, তাঁর মতে ক্লাব নয়, সবার কাছে দেশের গুরুত্বই বেশি হওয়া উচিত, 'আমি বিশ্বাস করি সব ক্রিকেটারেরই সবার আগে দেশকে গুরুত্ব দেওয়া উচিত। আইপিএলে খেলার আমন্ত্রণ পাওয়াটা আমাদের জন্য সৌভাগ্যের কিন্তু আমরা এই সুযোগটা পেয়েছি দেশের হয়ে ভালো খেলার কারণেই।' অবশ্য দেশ আর ক্লাবের মধ্যে কোনো একটাকে বেছে নেওয়ার ব্যাপারটি যে জোর করে চাপিয়ে দেওয়ার মতো নয় সে কথাও স্বীকার করেছেন আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক, 'শেষ পর্যন্ত এটা সংশ্লিষ্ট ক্রিকেটার আর সে দেশের বোর্ডের সমঝোতার ব্যাপার।' পিটিআই
No comments:
Post a Comment