Thursday, April 21, 2011

জুলাইতে ১২ হাজার টাকায় দেশি ল্যাপটপ, উৎপাদন আগামী মাসে

জুলাইতেই কম দামে ল্যাপটপ ছাড়তে যাচ্ছে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)। এ লক্ষ্যে আগামী মাসে উৎপাদন শুরু করতে যাচ্ছে সংস্থাটি। টেশিস প্রতিমাসে ১০ হাজার ল্যাপটপ উৎপাদন করবে। তিন মডেলের ল্যাপটপের দাম হবে যথাক্রমে ১২, ১৮ ও ২৭ হাজার টাকা।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু গতকাল এ তথ্য জানিয়েছেন। সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি আরও জানান, মোবাইল ফোনসেট, সিমকার্ড ও ইন্টারনেট গ্রাহকদের উপর ভ্যাট কমানোর সুপারিশ করা হয়েছে। ইনু বলেন, ইন্টারনেট গ্রাহকরা ১৫ শতাংশ ভ্যাট দেন। এক্ষেত্রে তাদের ছাড় দেওয়া হলে ইন্টারনেট ব্যবহার বাড়বে। অন্যদিকে মোবাইল ফোনের ব্যবহার বাড়লে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। এ কারণেই আসন্ন বাজেটে সিমকার্ড ও হ্যান্ডসেটের ওপর ভ্যাট কমানোর সুপারিশ করেছে কমিটি।

No comments: