গ্যারি কারস্টেনের উত্তরসূরি হিসেবে কদিন ধরেই অ্যান্ডি ফ্লাওয়ার, ডানকান ফ্লেচারের পাশাপাশি শোনা যাচ্ছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের কথাও। কিন্তু ফ্লেমিং নিজেই জানিয়েছেন, ফুলটাইম কোচিং করানোর বিষয়টি নাকি তিনি ভাবার সময়ই পাচ্ছেন না, 'চেন্নাই সুপার কিংসকে কোচিং করানো বেশ উপভোগ করছি। হাতে এখন কাজের শেষ নেই। দারুণ অভিজ্ঞতা হচ্ছে আমার। তবে কোচিং ক্যারিয়ার নিয়ে আমি এখনো খুব বেশি কিছু ভাবিনি। এটা (কোচিং ক্যারিয়ার) এমন একটা বিষয় যা পরেও ভাবা যাবে।'
২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ উপহার দিয়েছেন গ্যারি কারস্টেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে এখনো অবশ্য কোনো জাতীয় দলের কোচ হননি ফ্লেমিং। বর্তমানে তিনি চেন্নাইয়ের কোচ। এ পর্বও দুই মাসের বেশি নয়। তাই কোচ হিসেবেও নিজেকে শিক্ষানবিসই মনে করেন ফ্লেমিং।
২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ উপহার দিয়েছেন গ্যারি কারস্টেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে এখনো অবশ্য কোনো জাতীয় দলের কোচ হননি ফ্লেমিং। বর্তমানে তিনি চেন্নাইয়ের কোচ। এ পর্বও দুই মাসের বেশি নয়। তাই কোচ হিসেবেও নিজেকে শিক্ষানবিসই মনে করেন ফ্লেমিং।
No comments:
Post a Comment