বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক পদে আসছে পরিবর্তন। বর্তমান নির্বাচন কমিটির মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই। এর মধ্যেই গঠন করা হবে নতুন নির্বাচক কমিটি। আজ বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী (সিইও) মঞ্জুর আহমেদ। জানা গেছে, প্রধান নির্বাচক রফিকুল আলম ছাড়া বাকি দুই নির্বাচক আকরাম খান ও জাহিদ রাজ্জাক মাসুমকে রাখা হবে নতুন কমিটিতে। তাছাড়া নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে হাবিবুল বাশার সুমন অথবা খালেদ মাসুদ পাইলটকে। তবে এ দুজনের ব্যাপারে বোর্ড কর্মকর্তাদের আপত্তি থাকলে তখন খুঁজে নেওয়া হবে অন্য কোনো সাবেক ক্রিকেটারকে। তবে রফিকুল আলমের উত্তরসূরি হিসেবে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হতে পারে আকরাম খানকেই। এ ছাড়া আজকের সভায় আলোচনা হবে বিশ্বকাপে সাফল্য-ব্যর্থতা নিয়েও। বিশ্বকাপে আয়-ব্যয়ের প্রাথমিক হিসাবও উপস্থাপন করা হবে। আজকের সভায় আলোচনা হবে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনের বিষয়টিও।
আজ শেরেবাংলা স্টেডিয়ামে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে কোচ জেমি সিডন্সকে।
আজ শেরেবাংলা স্টেডিয়ামে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে কোচ জেমি সিডন্সকে।
No comments:
Post a Comment