Wednesday, April 20, 2011

ধোনি নয়, গাঙ্গুলীই সেরা অধিনায়ক : আজহার

১৯৮৩ সালে প্রথমবারের মতো ভারতকে বিশ্বকাপ ট্রফি এনে দিয়েছিল কপিলদেব। এরপর দীর্ঘ ২৮টি বসন্ত অপেক্ষা করতে হয় ভারতকে। অতঃপর মহেন্দ্র সিং ধোনির হাত ধরে এলো দ্বিতীয় শিরোপা। তাই কপিলদেবের পর ধোনিকেই বলা হচ্ছে ভারতের সেরা অধিনায়ক। তবে ভারতের অন্যতম সেরা অধিনায়ক মুহম্মদ আজহারউদ্দিনের চোখে সৌরভ গাঙ্গুলীই সেরা অধিনায়ক। তার সময়েই লর্ডসে অভিষেক টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেটের গতিপথ বদলে দিয়েছিলেন সৌরভ। তাই 'প্রিন্স অব কলকাতা' আজহারউদ্দিন বলেন, 'আজ ভারতীয় ক্রিকেট যে উচ্চতায় বিরাজ করছে তার কারিগরই তো ছিলেন সৌরভ।' তিনি আরও বলেন, 'ধোনির নেতৃত্বের ধরন আমার বেশ ভালো লেগেছে। সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধোনির জুড়ি নেই। অধিনায়ক হিসেবে সে সব সময় ঠাণ্ডা মাথায় ইতিবাচকভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। তারপরও ওকে এক নম্বরে রাখতে পারছি না। আমার প্রথম পছন্দ সৌরভই।' দাদা ভারতের সেরা অধিনায়ক বলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আজহার বলেন, 'ভারতীয় ক্রিকেট আজ যে শীর্ষে অবস্থান করছে, তার সূত্রপাত ঘটেছিল কিন্তু সৌরভের হাত ধরে। লক্ষ্যভ্রষ্ট ভারত রাস্তা খুঁজে দিয়েছিল সৌরভ। মূলত তখন থেকেই উত্তরণের শুরু। তাই ওকে বাদ দিয়ে আমি ধোনি বা অন্য কাউকে ভারতের এক নম্বর অধিনায়ক বলতে পারছি না।'

No comments: