Thursday, April 21, 2011
গেইলের সিদ্ধান্তে অবাক বোর্ড
ক্রিস গেইল খেলছেন না পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে। আইপিএল খেলতে তিনি ভারতে পাড়ি জমাচ্ছেন। রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে আসছেন তিনি। এ খবরে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন আফ্রিদি। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কোনোভাবেই মেনে নিতে পারছে না ক্রিস গেইলের সিদ্ধান্ত। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ক্রিস গেইলকে তাদের খুব প্রয়োজন ছিল। কিন্তু ক্রিস গেইল রয়াল চ্যালেঞ্জার্সের ডার্ক ন্যানসের পরিবর্তে খেলতে আসছেন। দেশের ওপর আইপিএলকে গুরুত্ব দেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অবাক হয়েছে। তবে তার পথে বোর্ড বাধা হয়ে দাঁড়াবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, 'গেইল যে কারণ দেখিয়ে নিজেকে বর্তমান সিরিজের জন্য অনুপস্থিত বলে ঘোষণা করেছেন বোর্ড কখনোই তা গ্রহণ করবে না। কিন্তু তিনি যদি তার পছন্দ ইতোমধ্যেই নির্ধারণ করে থাকেন তবে বোর্ড তার পথে বাধা হয়েও দাঁড়াবে না।' কিন্তু ক্রিকেট বোর্ড মনে করছে, একটি গুরুত্বপূর্ণ সময়ে ক্রিস গেইলের উচিত ছিল দেশের পাশে থাকা। বিশেষ করে ডোয়াইন ব্রাভো এবং কিরন পোলার্ড যখন নিজেদের সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন তখন গেইলের আঘাতটা খুব বড় হয়েই দেখা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে। ক্রিস গেইল কি তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন দেশের স্বার্থে? বোর্ড অবশ্য কোনো কিছু পরিবর্তনের কথা বলছে না। কিন্তু দেশের কথা চিন্তা করে গেইল তার সিদ্ধান্ত পরিবর্তন করতেও পারেন। এখন দেখা যাক, গেইলের কাছে অর্থই বড় হয়ে দেখা দেয় নাকি দেশ!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment