প্রাণীজগতের মধ্যে কেবল কি জোনাকি পোকারাই আলো জ্বালতে পারে? না, জৈবজ্যোতি বা বায়োলুমিনিসেন্স শুধু জোনাকিদেরই একচেটিয়া নয়। বিশেষ কিছু ব্যাকটেরিয়া, ছত্রাক, স্পঞ্জ, শৈবাল, শামুক, ঝিনুক ও পতঙ্গরাও আলো জ্বালাতে পারে। উচ্চ শ্রেণীর প্রাণীদের মধ্যে সাধারণত বায়োলুমিনিসেন্স লক্ষ্য করা যায় না।
No comments:
Post a Comment