Friday, April 29, 2011

লোহা ঘষলে সোনা!

মুন্সীগঞ্জের শ্রীনগরে বুধবার রাতে প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি মূর্তি উদ্ধার করা হয়। এরপর খবর ছড়িয়ে পড়ে ওই মূর্তিতে লোহা ঘষলেই তা সোনা হয়ে যাচ্ছে। কেউ কেউ সোনা বানিয়ে নিয়েছেন বলেও কথা রটে। লোহার টুকরো নিয়ে শুরু হয় লোকজনের ছোটাছুটি। অনেকে দূর-দূরান্ত থেকেও আসতে থাকেন। তবে মূর্তিতে লোহা ঘষার পর তাদের ভুল ভাঙে। শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান,স বুধবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর কোলাপাড়া গ্রামের আকরাম মিয়ার বাড়ির পুকুর থেকে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। লোহা ঘষলে সোনা হওয়ার খবরটি সম্পূর্ণ গুজব বলে তিনি জানান। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

No comments: