Sunday, April 24, 2011

তথ্য বিক্রি করছে ফেইসবুক!

ফেইসবুক ব্যবহারকারীদের প্রোফাইল, স্ট্যাটাস আপডেট, মেসেজসহ বিভিন্ন তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস। আর ফেইসবুক ব্যবহারকারীদের এই তথ্যাদি পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞাপনদাতারা তাঁদের পণ্যের বিপণন কৌশল নির্ধারণ করে ব্যবসায় সফলতা অর্জন করছেন। ফলে ফেইসবুক ব্যবহারকারীদের মনস্তাত্তি্বক চাওয়া, আগ্রহ এমনকি তারা বন্ধুদের সঙ্গে কী ধরনের তথ্য বিনিময় করে সে অনুযায়ী অনলাইনে বিজ্ঞাপন প্রচার করে থাকে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ যদি কোনো ফেইসবুক ব্যবহারকারী তার প্রোফাইলের রিলেশন স্ট্যাটাস পরিবর্তন করে 'এনগেজড' লেখে তবে তার ফেইসবুকের পর্দায় বেশিমাত্রায় স্থানীয় বিবাহ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন প্রচার করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। একই সঙ্গে যদি ফেইসবুক ব্যবহারকারীরা নিজের শখের তালিকায় লেখে 'মোটরসাইকেল' তবে তার ফেইসবুকের পর্দায় বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হয়। যদিও ফেইসবুকের অ্যাডভার্টাইজিং অ্যান্ড গ্লোবাল অপারেশনস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভিড ফিচার জানিয়েছেন, ফেইসবুক ব্যবহারকারীরা যেন সহজেই তাদের প্রয়োজনীয় পণ্যগুলো খুঁজে পায় সে জন্যই এ কার্যক্রম গ্রহণ করেছে ফেইসবুক। তবে বিজ্ঞাপনদাতাদের কাছে ফেইসবুক ব্যবহারকারীদের অজান্তে তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ অনুচিত বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ফেইসবুকের এ কার্যক্রম ফেইসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ওপর নজরদারি বলে মনে করছেন তাঁরা।

No comments: