Monday, April 25, 2011

মোর্শেদের মফিজ মিডিয়া

মফিজ একজন গীতিকার কিন্তু এলাকায় তার গান কেউ তেমন পছন্দ করে না। অথচ সে পাঁচ বছর ধরে গান গায় এবং ইতোমধ্যেই ৯৮৩টা গান লিখেছে। মফিজের এই দুঃখে এক জন বুদ্ধি দেয় গানের সিডি বের করলে শিল্পীর কদর বাড়বে। এমতাবস্থায় পত্রিকার বিজ্ঞাপন মারফত যোগাযোগ ঘটে ভুয়া প্রতিষ্ঠান গোলাপী মিডিয়ার সঙ্গে। গোলাপী মিডিয়া মফিজকে শিল্পীর পরিচয়পত্র দেয়-এর পর শুরু হয় মফিজের কদর, এমন কি পছন্দের মেয়েটির ক্ষেত্রেও এক পর্যায়ে মা তার অলঙ্কার দিয়ে সাহায্য করেন মফিজকে, অলঙ্কার বিক্রির টাকা দিয়ে গোলাপী মিডিয়ার মারফতে গানের রেকর্ডিং শুরু হয়। মোবারক হোসেনের রচনায় এবং ম ম মোর্শেদের পরিচালনায় 'মফিজ মিডিয়া' শিরোনামের নাটকের গল্পটি এগিয়ে চলে এমনি করে। এতে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, সীমানা, সিদ্দিক, ম ম মোর্শেদ, হাসি আপা, পরশ প্রমুখ।

No comments: