Tuesday, April 19, 2011

প্রতারণার দায়ে যুক্তরাষ্ট্রে তিনটি ওয়েবসাইট বন্ধ

প্রতারণা, মানি লন্ডারিংয়ের পাশাপাশি অবৈধভাবে জুয়া খেলা পরিচালনার অভিযোগে তিনটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এ ছাড়া অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাবেচার নামে ব্যবহারকারীদের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে। ফুল টিল্ট পোকার, পোকার স্টার ও অ্যাবসলিউট পোকার নামের এই সাইটগুলো মূলত অনলাইনভিত্তিক জুয়া খেলার ওয়েবসাইট হিসেবে পরিচিত। শুধু ওয়েবসাইট তিনটি বন্ধ করাই নয়, অবৈধভাবে জুয়া খেলা পরিচালনার মাধ্যমে লেনদেন করা অর্থ ফিরে পাওয়ার জন্য ৩০০ কোটি মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে তাদের। 

No comments: