Tuesday, April 19, 2011

ক্রিকেটার শাহরুখ

এলেন, দেখলেন এবং জয়ও করলেন।

আরও স্পষ্ট করে বললে, জয় হলো সেই 'অভিনয়'-এরই। কি-না করলেন শাহরুখ খান। ম্যাচের পর সারা মাঠ পরিক্রমা। দর্শকদের উদ্দেশে ফ্লাইং কিস। এগুলো করেই থাকেন। কিন্তু অবাক হতে হলো, যখন পুলিশের দড়ি টপকে হঠাৎ উইকেটের কাছে চলে গেলেন তিনি। পাশের উইকেটে তখন প্র্যাকটিস সারছেন ইউসুফ পাঠান। হঠাৎ হাতে বল তুলে নিলেন 'কিং খান'। স্পিনারের ভঙ্গিমায় দৌড়ে এসে একের পর এক বল করতে শুরু করলেন পাঠানকে। ইউসুফও তখন ধুমধাড়াক্কা পেটাচ্ছেন শাহরুখকে। গ্যালারিজুড়ে দর্শক তখন ক্রিকেটার শাহরুখকে দেখে আনন্দে মাতোয়ারা। তখনো হয়তো কেউ জানেন না, আরও কি স্মরণীয় মুহূর্ত অপেক্ষা করছে।
পাঠান ব্যাট করছিলেন। হঠাৎ তার পিঠে হাত দিয়ে ডাকলেন একজন। পাঠান মুখ ফিরিয়ে দেখেন দাঁড়িয়ে আছেন সুনীল গাভাসকার। চাইতে হলো না, পাঠান নিজেই ব্যাটটা তুলে দিলেন গাভাস্কারের হাতে। শাহরুখ বল করছেন, ব্যাটে গাভাসকার।
না, এখানেও শেষ নয়। হঠাৎ দেখা গেল বল হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন শেন ওয়ার্ন। ওয়ার্নকে দেখেই বুদ্ধিমান গাভাসকার ব্যাটটা তুলে দিলেন শাহরুখের হাতে। চার-পাঁচটা বল। অবাক করার মতো বিষয়, শাহরুখ দুটো বল বাউন্ডারির বাইরেও পাঠালেন। বিস্মিত ওয়ার্ন দৌড়ে এসে জড়িয়ে ধরলেন বলিউড বাদশাকে। মোট কথা, রাজস্থান রয়েলসকে নাস্তানাবুদ করে কলকাতা নাইট রাইডার্সের রবিবারের জয়ে ইডেন হয়ে রইল বেশ কিছু স্মরণীয় মুহূর্তের সাক্ষী। যা হয়তো দাদা-হীন [সৌরভ গাঙ্গুলি] ইডেনের পরম প্রাপ্তি।
কিছুতেই মেলানো যাচ্ছিল না ছবিটা। এই তো সপ্তাহও হয়নি। ফাঁকা গ্যালারি, ফাঁকা ইডেন। লোক হয়নি দেখে বিস্মিত শাহরুখ রাত একটায়ও 'কেঁদে' যাচ্ছেন। সৌরভহীন ইডেন যে তাকে এভাবে ধাক্কা দেবে, ভাবতেই পারেননি। প্রথম দিনই বুঝে গিয়েছিলেন, 'দাদা'-কে মাঠে না আনতে পারলে সর্বনাশ। তাই চেষ্টাও করেছিলেন_ পারেননি। যাই হোক, পরের খেলায় স্টেডিয়ামজুড়ে উপচেপড়া ভিড়। তাই শাহরুখ নিজে বল-ব্যাট করে দর্শকদের বাড়তি আনন্দ দিলেন। দর্শকও হেসে-খেলে মাঠ ছাড়লেন।



No comments: