বর্ষবরণ অনুষ্ঠানে যেতে আগে থেকেই প্রস্তুতি নিন। এতে ঝামেলা ছাড়াই পুরো দিনটা উপভোগ করে বাড়ি ফিরতে পারবেন।
ঠিকঠাক প্রস্তুতি
- গরম পড়ছে, তাই ঢিলেঢালা সুতির পোশাকই উত্তম।
- ছোট্ট শিশু থাকলে বাড়তি ন্যাপি, ডায়াপার, কাঁথা ও ক্লথ নিন।
- চুল ছেড়ে না রেখে খোঁপা করে কাঁটা লাগান বা পাঞ্চক্লিপ দিয়ে চুল আটকান।
- হিল না পরে ফ্ল্যাট স্যান্ডেল পরুন, স্বচ্ছন্দ থাকবেন।
- প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সঙ্গে নিন।
- তাপনিরোধক পানির বোতলে ঠাণ্ডা পানি বা জুস নিন।
- ঘরে তৈরি খাবার নেওয়াই ভালো। এতে অসুস্থ হওয়ার ভয় নেই।
- ছাতা, পাখা, ক্যাপ, রুমাল, টিস্যু, সানগ্লাসসহ কিছু দরকারি জিনিস সঙ্গে নিন।
- মাটিতে বসার জন্য প্লাস্টিকের শিট বা ক্লথ, কাগজ বা মাদুর নিন।
লক্ষ রাখুন
- যাতায়াতের ঝামেলা আগেই মিটিয়ে ফেলুন। নিজের গাড়ি থাকলে ঝামেলা কম। তবে অনেক লোক থাকলে দিনচুক্তিতে গাড়ি ভাড়া করতে পারেন। পাবলিক পরিবহনে যেতে চাইলে জেনে নিন আপনার গন্তব্যের বাস কোনটি এবং কোন রুটে যানজট কম।
- রমনা বা এ জাতীয় কোথাও যেতে চাইলে আগেই জেনে নিন প্রবেশপথ কোনটি খোলা থাকছে।
- রেস্তোরাঁয় খেতে চাইলে, মেন্যু আপনার বাজেটের সঙ্গে সংগতিপূর্ণ কি না আগাম জেনে রাখুন
ঠিকঠাক প্রস্তুতি
- গরম পড়ছে, তাই ঢিলেঢালা সুতির পোশাকই উত্তম।
- ছোট্ট শিশু থাকলে বাড়তি ন্যাপি, ডায়াপার, কাঁথা ও ক্লথ নিন।
- চুল ছেড়ে না রেখে খোঁপা করে কাঁটা লাগান বা পাঞ্চক্লিপ দিয়ে চুল আটকান।
- হিল না পরে ফ্ল্যাট স্যান্ডেল পরুন, স্বচ্ছন্দ থাকবেন।
- প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সঙ্গে নিন।
- তাপনিরোধক পানির বোতলে ঠাণ্ডা পানি বা জুস নিন।
- ঘরে তৈরি খাবার নেওয়াই ভালো। এতে অসুস্থ হওয়ার ভয় নেই।
- ছাতা, পাখা, ক্যাপ, রুমাল, টিস্যু, সানগ্লাসসহ কিছু দরকারি জিনিস সঙ্গে নিন।
- মাটিতে বসার জন্য প্লাস্টিকের শিট বা ক্লথ, কাগজ বা মাদুর নিন।
লক্ষ রাখুন
- যাতায়াতের ঝামেলা আগেই মিটিয়ে ফেলুন। নিজের গাড়ি থাকলে ঝামেলা কম। তবে অনেক লোক থাকলে দিনচুক্তিতে গাড়ি ভাড়া করতে পারেন। পাবলিক পরিবহনে যেতে চাইলে জেনে নিন আপনার গন্তব্যের বাস কোনটি এবং কোন রুটে যানজট কম।
- রমনা বা এ জাতীয় কোথাও যেতে চাইলে আগেই জেনে নিন প্রবেশপথ কোনটি খোলা থাকছে।
- রেস্তোরাঁয় খেতে চাইলে, মেন্যু আপনার বাজেটের সঙ্গে সংগতিপূর্ণ কি না আগাম জেনে রাখুন
No comments:
Post a Comment