Saturday, September 3, 2011

বিয়ের প্রস্তুতি নিচ্ছি (মলি্লকা শেরাওয়াত)

বলিউডের পরিবর্তে হলিউডপ্রীতি, কেন?
বলিউডকে 'খিচুড়ির ডেকচি' বলা যায়। কারণ এখানে মেয়েরা কি ধরনের চরিত্র পাবে, দুর্ভাগ্যজনকভাবে সেটা আগেই জানিয়ে দেওয়া হয়। তবে হলিউডে তার ব্যতিক্রম। তাই এখানে অভিনয়ের সুযোগও বেশি।
বর্তমানে হলিউড প্রজেক্ট কি?
২৬ আগস্ট মুক্তি পেল প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচন পূর্ববর্তী প্রচারণা নিয়ে নির্মিত একটি রোমান্টিক কমেডি মুভি 'পলেটিকস অব লাভ'।
এতে কি ধরনের চরিত্র রূপায়ণ করলেন?
মুভিটিতে আমি ওবামার পক্ষে প্রচারণার কাজ করি এবং বিপক্ষ প্রচারণা দলের একজনের প্রেমে পড়ি। আমার চরিত্রটিই এখানে মুখ্য।
বেশিরভাগ সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে, বলিউড থেকে সরে যাচ্ছেন?
যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলস এবং এর পরিবেশ আমার খুব পছন্দ। তাছাড়া এই শহরকে আন্তর্জাতিক চলচ্চিত্রের কেন্দ্রবিন্দুও বলা যায়। তাই ক্যারিয়ার গড়তে এখানেই স্থায়ী হতে চাই।
বলিউডে আপনার হলিউড কার্যকলাপ নিয়ে সমালোচনা হচ্ছে, কেন?
বলিউড মিডিয়া আমার মৃত ক্যারিয়ার নিয়ে অসংখ্যবার প্রতিবেদন করেছে। সব ধরনের মিথ্যাচার, অসহযোগিতা ও অপঘাতের পরও কিন্তু এখনো আমি সদর্পে দাঁড়িয়ে আছি।
সম্প্রতি বলিউডে বলা হচ্ছে আপনার চেয়ে জ্যাকুলিন হট...
এটা তাদের নিজস্ব মন্তব্য। কিন্তু কে বেশি হট সেটা তো নির্ধারণ করবে দর্শক।
বিয়ের পরিকল্পনা আছে?
হ্যাঁ, বিয়ের প্রস্তুতি নিয়েই এখন এগুচ্ছি। লোকেশন, বিয়ের পোশাক, খাবার-দাবার সবই মোটামুটি ঠিক করা হয়ে গেছে। বর নির্বাচনই এখন শুধু বাকি।
কান এবং অন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার পোশাক ও ফ্যাশন নিয়ে সমালোচনা হয়েছে...
এসব সমালোচনার ধার ধারি না। এমন চিন্তা ধারার মূল্য বর্তমান বিশ্বে অচল, আমি প্রগতির পথে এগুচ্ছি।

No comments: