হেরেই চলেছে ভারত। টেস্ট সিরিজে ধোনিদের ৪-০ তে হোয়াইটওয়াশের পর এবার একমাত্র টি-২০তেও জয় পেল ইংল্যান্ড।
জয়ের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ৬ উইকেটে হারের জ্বালা নিয়েই মাঠ ছাড়তে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওপেনার পার্থিব প্যাটেল দ্রুত ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়ে ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন অভিষেক হওয়া রাহানে এবং রাহুল দ্রাবিড়। স্টুয়ার্ট ব্রডের শিকারে পরিণত হওয়ার আগে রাহানে ৩৯ বলে ৬১ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। দ্রাবিড় করেন ৩১ রান। এরপর শেষের দিকে সুরেশ রায়না চালিয়ে খেলে ১৯ বলে ৩৩ রান করেন। নির্ধারিত ওভার ব্যাট করে ইংল্যান্ডকে ১৬৬ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ছয় উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেন ইংলিশরা। টেস্ট ও টি-২০র পর ভারতের সামনে এখন ওয়ানডে পরীক্ষা। রিভার্সাইড মাঠে আজ থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তবে এই প্রথম সিরিজ শুরুর আগেই ক্রিকেট ভক্তরা বিশ্বচ্যাম্পিয়ন একটি দলের হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কা করছেন। তাই আজকের প্রথম ম্যাচটি ধোনিদের জন্য কঠিন পরীক্ষাই বটে
No comments:
Post a Comment