Tuesday, April 19, 2011

ধোনিই সবচেয়ে বেশি ধনী

ফুটবলে সর্বোচ্চ উপার্জনকারী কে? এই প্রশ্নের উত্তরে সবাই একবাক্যে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির কথাই বলবেন। বার্সেলোনার এই তারকা বর্তমানে বছরে আয় করছেন ৮০ কোটি ডলার বা ৫ হাজার ৬০০ কোটি টাকা। ক্রীড়াবিদদের মাঝে সবার উপরে আছেন টাইগার উডস। তিনি বছরে আয় করেন ১.৭ বিলিয়ন ডলার! দ্বিতীয় স্থানেই আছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। বছরে তার আয়ের পরিমাণ ১.১৫ বিলিয়ন ডলার। ক্রিকেটারদের নিয়েও বর্তমানে এই আগ্রহ ভক্তদের মাঝে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান ক্রিকেট দুনিয়ায় কে সর্বোচ্চ উপার্জনকারী? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটারদের সামনে এক নতুন দুয়ার খুলে দিয়েছে। এর আগে ক্রিকেটারদের আয়ের সবচেয়ে বড় উৎস ছিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট। কিন্তু সেখানে সব ক্রিকেটাররা খেলার সুযোগই পেতেন না। আইপিএল এসে সেই সুযোগ অনেকটা বাড়িয়ে দিয়েছে। এবং কাউন্টির চেয়ে এখানে টাকার অঙ্কটাও বেড়ে গেছে অনেক। গত তিন আসরে আইপিএল কাউন্টির চেয়ে বেশ সাড়াও জাগিয়েছে বিশ্ব ক্রিকেটে। ক্রিকেটারদের মাঝে সর্বোচ্চ উপার্জনকারী হিসেবে ফরবেস ম্যাগাজিন ২০০৯ সালেই প্রকাশ করেছিল ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম। এখনো পর্যন্ত তিনি শীর্ষেই আছেন। ধোনি বর্তমানে বছরে আয় করছেন সর্বোচ্চ ১০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৭০ কোটি টাকা। মহেন্দ্র সিং ধোনি বর্তমানে ১৭টি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই তালিকায় ভারতের যে কোনো ব্যক্তিকে হিসেব করলে তিনি দ্বিতীয় স্থানে থাকবেন। প্রথম স্থানে আছেন বলিউড কিং শাহরুখ খান। ক্রিকেটারদের আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ক্রিকেটের মহারাজ শচীন টেন্ডুলকার। তিনি বছরে আয় করছেন ৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৫৬ কোটি টাকা। মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক শচীন টেন্ডুলকার এবারের আইপিএল উপলক্ষে বীমা করিয়েছেন ১২ কোটি রুপির। এই তালিকায় তিনি আছেন পঞ্চম স্থানে। বীমা করার দিক থেকেও সবার উপরে আছেন ধোনি। তার বীমার পরিমাণ ৩৪ কোটি রুপি। এরপর আছেন সুরেশ রায়না (২০.৫ কোটি রুপি), মাহেলা জয়াবর্ধনে (২০.৫ কোটি রুপি) এবং ডেল স্টেইন (১৬ কোটি রুপি)। বছরে আয়ের দিক থেকে ক্রিকেটারদের মাঝে তৃতীয় স্থানে আছেন আরেক ভারতীয় যুবরাজ সিং। তিনি বছরে আয় করছেন সাড়ে ৫ মিলিয়ন মার্কিন ডলার বা সাড়ে ৩৮ কোটি টাকা। চতুর্থ স্থানেও আছেন ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়। তার আয়ের পরিমাণ বছরে ৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৫ কোটি টাকা। পঞ্চম স্থানে ইংলিশ ক্রিকেটার এন্ড্রু ফ্লিনটফ। তিনি বছরে আয় করছেন ৪ মিলিয়ন মার্কিন ডলার বা ২৮ কোটি টাকা। ষষ্ঠ স্থানে আছেন ক্রিকেটকে বিদায় জানানো কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলী। তিনি বছরে আয় করতেন সাড়ে ৩ মিলিয়ন মার্কিন ডলার বা সাড়ে ২৪ কোটি টাকা। সপ্তম স্থানে আছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তিনি বছরে আয় করছেন সৌরভের সমান সাড়ে ৩ মিলিয়ন মার্কিন ডলার বা সাড়ে ২৪ কোটি টাকা। অষ্টম স্থানে থাকা অসি গতি তারকা ব্রেট লির আয় বছরে ৩ মিলিয়ন মার্কিন ডলার বা ২১ কোটি টাকা। নবম স্থানে থাকা ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনের আয়ও ৩ মিলিয়ন মার্কিন ডলার বা ২১ কোটি টাকা। দশম স্থানে থাকা বর্তমান অসি অধিনায়ক মাইকেল ক্লার্কের আয় বছরে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার বা সাড়ে ১৭ কোটি টাকা।
ক্রিকেটারদের মাঝে উপার্জন করার দিক থেকে এগিয়ে আছেন ভারতীয় ক্রিকেটাররাই। শীর্ষ দশ জনের পাঁচ জনই ভারতীয় ক্রিকেটার। মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলী। অস্ট্রেলিয়ার আছেন তিনজন। রিকি পন্টিং, ব্রেট লি এবং মাইকেল ক্লার্ক। ইংলিশ ক্রিকেটার আছেন দুজন। এন্ড্রু ফ্লিনটফ এবং কেভিন পিটারস। গত বছরের আয়ের হিসেব অনুযায়ী এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এবার দেখা যাক চলতি বছরে কে হতে পারেন সর্বোচ্চ উপার্জনকারী ক্রিকেটার। তবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে বছর শেষ হওয়া পর্যন্ত।

No comments: