অবশেষে বেদখল হওয়া ১১টি হলের মধ্যে হাবিবুর রহমান হলের দখল শিগগিরই ফিরে পেতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি হাইকোর্টের আপিল বিভাগের রায়ে এ সম্পর্কিত আইনি জটিলতা শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গতকাল মঙ্গলবার দাবি করেছেন, হলটি বুঝে পাওয়া এখন শুধুই সময়ের ব্যাপার।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত মে মাসে ঢাকার জেলা প্রশাসক বিশ্ববিদ্যালয়কে ৯ দশমিক ৩৯ কাঠার বংশাল এলাকার হাবিবুর রহমান হলটি এক বছরের জন্য ইজারা দেয়। ইজারার ৬৮ হাজার টাকাও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিশোধ করে। কিন্তু হাইকোর্টের আপিল বিভাগ বর্তমান দখলদারদের তিন মাসের সময় দেওয়ায় বিশ্ববিদ্যালয় হলটি বুঝে পায়নি। গত বৃহস্পতিবার এই সময়সীমা শেষ হওয়ার পর দখলদারেরা আবারও সময় চেয়ে আবেদন করলে আপিল বিভাগ তা মঞ্জুর করেননি।
গতকাল বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধার কমিটির সদস্যরা উচ্চ আদালতের রায়ের কপি নিয়ে ঢাকার জেলা প্রশাসক মুহিবুল হকের সঙ্গে দেখা করেন। জেলা প্রশাসক হলটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে সবুজ সংকেত দেন।
হল উদ্ধার উপকমিটির আহ্বায়ক মো. নুরুল মোমেন প্রথম আলোকে বলেন, ‘ইজারা পাওয়ার পর আইনগত জটিলতার কারণে আমরা হলটির নিয়ন্ত্রণ নিতে পারিনি। তবে উচ্চ আদালতের রায় আমাদের পক্ষে এসেছে।’ তিনি বলেন, জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন কাল বৃহস্পতিবার হলটি বুঝিয়ে দিতে তিনি ব্যবস্থা নেবেন।
উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আর কোনো আইনি জটিলতা নেই। হলটি বুঝে পেলেই শিক্ষার্থীদের আবাসন-সংকট নিরসন হবে।
No comments:
Post a Comment