Saturday, September 18, 2010
হবিগঞ্জ শহরে লাখপতি ভিখারি
হবিগঞ্জ শহরে এক লাখপতি ভিখারির সন্ধান পাওয়া গেছে। তার সারা জীবনের উপার্জিত অর্থ চুরি হওয়ার ঘটনায় এলাকাবাসী এই লাখপতি ভিখারির সন্ধান পান। এলাকাবাসী সূত্র জানায়, হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার শৈলেন্দ্র বণিক (৭০) দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন। নিজের কোনো বাড়িঘর না থাকায় যেখানে সুযোগ পান, সেখানেই রাত যাপন করেন। এমনিভাবে গত বুধবার তিনি রাত যাপন করেন ঘাটিয়াপাড়ার বিশ্বম্ভর মন্দিরে। ভোরবেলা কয়েক কিশোর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে টাকা-পয়সা চুরি করে নিয়ে যায়। ঘটনাটি মন্দিরের পাশে থাকা কয়েকজন দেখে ফেলেন। সকালে শৈলেন্দ্র বণিক ঘুম থেকে ওঠে টাকা না পেয়ে কাঁদতে থাকেন। তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা বুঝতে পারেন ওই কিশোররা টাকাগুলো চুরি করেছে। পরে ঘাটিয়াপাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক শান্ত দাশ অলক, নাতিরপুর গ্রামের মুরব্বী তাহির মিয়াসহ স্থানীয় লোকজন ওই কিশোরদের বাড়িতে গিয়ে টাকাগুলো উদ্ধার করেন এবং চুরির অভিযোগে দুই কিশোরকে আটক করে মন্দিরে আনা হয়। এ সময় গুনে দেখা যায় ১ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়েছিল। টাকাগুলো ভিখারি শৈলেন্দ্র বণিকের কাছে সমজে দেয়া হয়। এই বিপুল পরিমাণ টাকা ভিখারির কাছে থাকা নিরাপদ নয় মনে করে এলাকাবাসী তার টাকাগুলো ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নেন। শৈলেন্দ্র বণিক জানান, এগুলো তার সারা জীবনের সঞ্চয়। তিনি নিঃসন্তান। তার তেমন কোনো ব্যয় নেই।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment