Saturday, September 4, 2010
সাপের বিমান ভ্রমণ!
ব্রিটেনে বিমানবন্দরের কর্মকর্তারা জীবজন্তু পাচারকারী এক যাত্রীর বিদেশভ্রমণ আটকে দেন। তার পায়ের সঙ্গে পেঁচানো অবস্থায় অজগর সাপ এবং একটি কন্টেনারের মধ্যে মরা কবুতর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোন রেসত্মরাঁয় পরিবেশনের জন্য অবৈধভাবে এ প্রাণীগুলো পাচার করা হচ্ছিল। ইউকে বোর্ডার এজেন্সি জানিয়েছে, তারা যাত্রীদের কাছ থেকে এ ধরনের অদ্ভুত জিনিস প্রায়ই পেয়ে থাকে। মজার কথা হলো বৃহস্পতিবার লন্ডনের হিথরো এবং গ্যাটউইক বিমানবন্দর থেকে একই সময় অনেক অস্বাভাবিক বস্তু পাওয়া গেছে। যেমন তাঞ্জানিয়া থেকে আনা বিষাক্ত সাপ। এক হাজারটি মাকড়সা, থাইল্যান্ড থেকে আনা কয়েকটি শিকারী পাখি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment