Wednesday, September 1, 2010

চার বছরের জেল হয়ে যেতে পারে


বেপরোয়া গাড়ি চালানোর দায়ে ২০০৭ সালে তিন সপ্তাহ লস অ্যাঞ্জেলেসের একটি জেলে কাটাতে হয়েছিল তাঁকে। গেল বিশ্বকাপ ফুটবলে দক্ষিণ আফ্রিকায় পুলিশের হাতে ধরা পড়েছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক মারিজুয়ানা রাখার অভিযোগ উঠেছিল। পরে সে অভিযোগ থেকে মুক্তি পান। এবার বোধহয় আর রেহাই পাচ্ছেন না প্যারিস হিলটন। গত সোমবার তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত শুক্রবার মধ্যরাতে লাস ভেগাসে পুলিশ প্যারিস হিলটনকে বহনকারী গাড়িটি থামায়। এ সময় গাড়ির ভেতর থেকে মারিজুয়ানার গন্ধ ভেসে আসছিল। গাড়িতে হিলটনের এক বন্ধুও ছিলেন। পুলিশ তল্লাশি চালিয়ে হিলটনের ব্যাগ থেকে দশমিক আট গ্রাম পাউডার কোকেন উদ্ধার করে। কিন্তু প্যারিস হিলটনের দাবি, ব্যাগটি তাঁর নয়, তাঁর এক বন্ধুর। দাবি তিনি যা-ই করুন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর চার বছরের জেল হয়ে যেতে পারে বলে আইনজীবীরা মন্তব্য করেছেন। ওয়েবসাইট।

No comments: