Saturday, September 4, 2010
ওয়ান্টেড উইপন অব ফেইট
এ্যাঞ্জেলিনা জোলির ধুমধড়াক্কা এ্যাকশন সিনেমা 'ওয়ান্টেড' তো দেখেছেন, তাই না? সিনেমাটির সাফল্যের পর ওয়ার্নার ব্রস কথা দিয়েছিল সিনেমা যেখান থেকে শেষ হয়েছে গেমটি তৈরি হবে তার পরের কাহিনী থেকে। সেই কথা তারা রেখেছে। গেম ডেভেলপার 'গ্রিম' বাজারে এনেছে 'ওয়ান্টেড উইপন অফ ফেইট' ওয়েসলি ও তার বাবার কাহিনীর উপর ভিত্তি করেই গেমটি তৈরি হয়েছে এবং গেমে এই দুই চরিত্রে গেমারকে খেলতে হবে। প্রথমদিকের স্টেজগুলো শেষ করার পর ওয়েসলি নতুন কিছু ৰমতা অর্জন করবে। যেমন এ্যাড্রেনালিন। সিনেমার মতো এখানেও ওয়েসলি গতিশীল কোন কিছু (বুলেট পর্যনত্ম) ধীর করে ফেলতে পারে, এছাড়া বুলেট কার্ভ করা (বুলেটের গতিপথ বাঁকিয়ে দেয়া) ওয়েসলির আর একটি ৰমতা। গেমের কোন কোন স্টেজে ওয়েসলির বাবার ভূমিকায় খেলতে হবে। প্রথমদিকে দেখা যাবে ওয়েসলিকে কোলে নিয়ে তার মা পালাচ্ছে এবং শত্রম্নর হাত থেকে বাবা তাকে বাঁচাবে। বাবার সত্যিকারের পরিচয় এবং মায়ের আসল খুনিকে, তা জানার জন্য একের পর এক মিশনে থাকে ওয়েসলি, গেমের এক পর্যায়ে ওয়েসলি জানতে পারে তার বাবা ছিল একটি আততায়ী সংগঠনের সদস্য। যুগ যুগ ধরে যারা বিশ্বের বিভিন্ন নেতা ও শীর্ষস্থানীয় লোকজন যেমন কেনেডি, গান্ধী এদের হত্যা পরিকল্পনায় তৎপর ছিল। ওয়েসলির মা নিহত হয় তার বাবার হাতেই। গেমটির গ্রাফিঙ্ েচাকচিক্য আছে তবে কিছুটা কমিক বইয়ের ছাপ রয়েছে, থার্ডপার্সন শূ্যটার হিসেবে গেমটির গেমপেস্ন অনেক ভাল। বিশেষ করে পেস্নয়ারে (ওয়েসলি) মুভমেন্ট, এক কাভার থেকে আর এক কাভারে ফিরে আসা, শত্রম্নকে ফাঁকি দেয়া, এগুলো গিয়ার্স অফ ওয়ার বা অন্য গেমের চেয়ে অনেক দ্রম্নত। এছাড়া বুলেট বাঁকানো শটগুলো সেস্নামোশনে দেখানো হয় যা গেমারকে মুগ্ধ করবে। তবে একজন শত্রম্নকে মারার পর গেমার বুলেট কার্ভিং এবং এ্যাড্রেনালিন ৰমতা পাবেন। তবে গেমটির দুর্বলতা হচ্ছে প্রায় সব স্টেজে শত্রম্ন পৰের আক্রমণ, মুভমেন্ট একই রকম। বৈচিত্র্য নেই। তবে সাউন্ড সিস্টেম ভাল। যারা দ্রম্নত লয়ের এ্যাকশন গেম পছন্দ করেন তাদের জন্য "ওয়ান্টেড" একটা ভাল ও উপভোগ্য গেম।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment