সিলেটে এতিম ও প্রতিবন্ধীদের জন্য যৌথভাবে ইফতার এবং রাতের খাবারের আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা ও এইচএসবিসি ব্যাংক। গতকাল মঙ্গলবার সিলেটের বাগবাড়ি শিশু পরিবার (বালক এতিমখানা), রায়নগর শিশু পরিবার (বালিকা এতিমখানা) এবং খাদিমনগর এলাকার সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে এ ইফতার এবং রাতের খাবারের আয়োজন করা হয়। মোট সাড়ে তিন শ ছেলেমেয়ে এ আয়োজনে শামিল হয়।
ইফতার ও রাতের খাবার বিতরণের পুরো প্রক্রিয়াটি সমন্বয় করেন এইচএসবিসি ব্যাংকের মার্কেটিং ও কমিউনিকেশন ব্যবস্থাপক এম সামি হাফিজ, প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, এইচএসবিসি ব্যাংক কর্মকর্তা এম রফিকুল ইসলাম, অলি এ চৌধুরী, সোনারতরী শিশু পাঠাগারের পরিচালক প্রবীর দেবনাথ, সানিয়া সানজিদা এবং প্রথম আলো বন্ধুসভার সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ও এমসি কলেজ শাখার সদস্যরা।
এইচএসবিসি ব্যাংকের আমানাহ নামে পরিচালিত ইসলামী ব্যাংকিং কার্যক্রমের আওতায় এতিম ও প্রতিবন্ধীদের জন্য এ ইফতার এবং রাতের খাবারের আয়োজন করা হয়।
No comments:
Post a Comment