Saturday, September 18, 2010
ফেসবুকে চ্যাটে নতুন স্পাম
ফেসবুক চ্যাটে স্পাম ছড়াচ্ছে 'লল ইস দ্যাট ইউ?' নামে একটি লিংক। গত শুক্রবার বিকেলে ফেসবুক তদন্ত করে এই নতুন পরিকল্পিত স্পামটির ব্যাপারে নিশ্চিত হয়েছে। এই স্পামটি ফেসবুক চ্যাটের মাধ্যমে বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়ছে। মেসেজটি বলছে 'লল ইস দ্যাট ইউ?' এটি এমনভাবে সম্পন্ন করা হয়েছে যে দেখলে মনে হবে এটি কোন ভিডিও-এর লিংক। আর এ ক্ষেত্রে, লিংকটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি '৪০৪-পেইজ নট ফাউন্ড' এরর মেসেজের একটি ওয়েব পেজ দেখায় এবং সঙ্গে সঙ্গে তার এ্যাকাউন্ট থেকে স্পামটি তার অনত্মত একজন বন্ধুর কাছে চলে যায়। স্পামটি টুইটারে ছড়ালেও সেখানে এর তেমন প্রকাশ দেখা যায়নি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment