জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিতরণ আজ বুধবার শুরু হচ্ছে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র বিতরণ চলবে।
প্রথমবারের মতো এবার অনলাইনে আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট .িলঁহরা.বফঁ থেকে আবেদনপত্র পাওয়া যাবে। আগামী ২৩ অক্টোবর ভর্তি পরীক্ষা শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে। এবার প্রথমবারের মতো ইউনিটভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষায় ভুল উত্তরের কারণে দশমিক ৩০ নম্বর কাটা হবে।
বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু: জন্মাষ্টমী, পবিত্র শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যালয় ৭ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে পূর্বঘোষিত সব পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
No comments:
Post a Comment