কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল বাংলাদেশে প্রযুক্তিগত বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়াতে চালু করেছে ডেল সেন্টার অব এক্সিলেন্স। এখন থেকে দ্য এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড ও ডেল যৌথভাবে নতুন এই সুবিধাটি প্রদান করবে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রযুক্তিগত বিভিন্ন কাজ আরও সাবলীলভাবে করতে পারবে। গত বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ডেল বাংলাদেশের মহাব্যবস্থাপক মীর সাদাত আলী বলেন, ‘ডেল সব সময়ই নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে আসছে। এরই ধারাবাহিকতায় সেন্টার অব এক্সিলেন্স নামের এই নতুন প্রযুক্তিটি শুরু করা হলো।’
দ্য এক্সপ্রেস সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ফাত্তাহ্্ বলেন, ‘সব বড় বড় প্রতিষ্ঠান এখন প্রযুক্তিনির্ভর। প্রতিষ্ঠানগুলোতে একটি প্রযুক্তি কতটা উপযোগী, তা নির্ণয় করার কোনো প্রযুক্তি ছিল না। নতুন এই সেবাটির মাধ্যমে এটি করা যাবে। তিনি আরও জানান, শুরুতে প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী আমরা বিনা মূল্যে তা করে দেব।’ এই সেবার ফলে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বাজারে এক আমূল পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, খুব শিগগিরই বড় পরিসরে এ কার্যক্রম চালু করা হবে। সেন্টার অব এক্সিলেন্সের নানা দিক নিয়ে কথা বলেন রিজিওনাল এন্টারপ্রাইজ ডিরেক্টর ডেলের সাউথ এশিয়া এএসজি গ্রুপের অ্যান্ডি সিম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডেল ও দ্য এক্সপ্রেস সিস্টেমস লিমিটেডের কর্মকর্তাগণ।
No comments:
Post a Comment