Friday, September 24, 2010

পাঁচ রোভার স্কাউট

পায়ে হেঁটে ১০০ মাইল পথ পাড়ি দেওয়ার পথে যাত্রা করেছে পাঁচ রোভার স্কাউট। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে যাত্রা শুরু করে পাঁচ দিনে এই দলটি সিরাজগঞ্জ জেলা সদরে পৌছাবে। এই পাঁচ দিনে ‘নিরাপদ সড়ক চাই’, ‘বৃক্ষরোপণ’, ‘নারী নির্যাতন’, ‘জনসংখ্যা সমস্যা’ ও ‘পরিবেশ সংরক্ষণ’—এই পাঁচটি বিষয়ে বিভিন্ন এলাকায় পথসভা ও জনসচেতনতামূলক প্রচারণা চালাবে রোভাররা।
পায়ে হেঁটে ১০০ মাইল পাড়ি দেওয়ার এই দলে যেসব রোভার স্কাউট রয়েছে তারা হচ্ছে, সিনিয়র রোভারমেট সিদ্ধার্থ দেব মজুমদার, রোভারমেট মো. রেজওয়ানুর রহমান, মোহাম্মদ আবুল হাশেম, সহকারী রোভারমেট মোহাম্মদ ইব্রাহীম ও নাজমুল কবির আল মেহমুদ।

No comments: