Saturday, September 25, 2010

মহাকাশ স্টেশনে ফিরে গেলেন তিন নভোযাত্রী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে আসার সময় প্রযুক্তিগত সমস্যার কারণে তিনজন নভোযাত্রী আবার ওই স্টেশনে ফেরত গেছেন। রাশিয়ার সয়ুজ নভোযানে করে দুই রুশ ও এক মার্কিন নভোযাত্রী পৃথিবীর দিকে রওনা হওয়ার কথা ছিল। আজ শনিবার পর্যন্ত তাঁদের যাত্রা স্থগিত করা হয়েছে।
রাশিয়ার কেন্দ্রীয় মহাকাশ সংস্থা রসকসমস জানায়, তিন নভোযাত্রী পৃথিবীর পথে যাত্রা করলে হঠাৎ করেই বিভিন্ন কম্পিউটার প্রযুক্তিগত সমস্যার সংকেত দেয়। এ ধরনের সংকেতের কারণ এখনো অস্পষ্ট। রসকসমসের প্রধান আনাতোলি পারমিনভ সাংবাদিকদের জানান, প্রযুক্তিবিদদের প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে, কম্পিউটার কোনো কারণে ভুল সংকেত গ্রহণের কারণে এ সমস্যা হয়ে থাকতে পারে। মহাকাশ স্টেশন থেকে নভোযান সয়ুজের প্রবেশের দরজা বন্ধ করার পর এ সমস্যা হয়।

No comments: