Thursday, August 26, 2010

 মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

মডেল টেস্ট-১  অংশ-২
মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি মডেল টেস্ট ছাপা হলো। সঠিক উত্তর নিচে দেওয়া হলো, মিলিয়ে নাও।
৮। অ্যানিম্যালিয়া (Animalia) কী? এদের বৈশিষ্ট্য নয় কোনটি?
ক. কিংডম। বৈশিষ্ট্য: এরা বহুকোষী জীব।
খ. ফাইলাম। বৈশিষ্ট্য: এরা বহুকোষী জীব। কোষে কোন কোষপ্রাচীর, প্লাস্টিড, বৃহদাকার গহ্বর নেই।
গ. মেসোজোয়া। বৈশিষ্ট্য: এরা যৌন প্রজনন ছাড়া বংশ বৃদ্ধি করে।
ঘ. কিংডম। বৈশিষ্ট্য: এরা মৃতজীবী বা পরজীবী হিসেবে বাস করে।
৯। ঈস্টের জননে নিচের কোন ঘটনাটি ঘটে?
ক. ঈস্টের মুকুলোদগমে মাতৃকোষ শরীরের যেকোনো অংশ থেকে মুকুল বের করে।
খ. ঈস্টের মুকুলোদগমে মাতৃকোষের নিউক্লিয়াসটি ভাগ হয় আর একটি অপত্য নিউক্লিয়াস মুকুলের ভেতর চলে যায়।
গ. ঈস্টের দ্বিভাজন প্রক্রিয়ায় প্রথমে মাতৃকোষটি ফুলে যায় এবং পরে নিউক্লিয়াসটি দুই ভাগে ভাগ হয়ে যায়।
ঘ. ঈস্টের যৌন প্রজননের ক্ষেত্রে দুটি ঈস্টকোষ বা দুটি অ্যাস্কোস্পোর পরস্পরের কাছাকাছি এলে এদের নিউক্লিয়াস দুটি মিলিত হয়ে ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়।
১০। ব্যাকটেরিয়ার প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. এরা বৃহৎ জটিল জীব। এরা মানুষের ত্বকের ওপরে বাস করে। এদের ম্যাট্রিক্সগুলো সুদৃঢ় নয়। এরা অমৃতজীবী, অমিথোজীবী, অভোজী হয়। টি-টু ভাইরাসের প্রতি এরা সংবেদনশীল নয়। এরা জৈব লবণ জারিত করে শক্তি সংগ্রহ করে। এরা ভ্রূণের দ্বারা বংশ বৃদ্ধি করে।
খ. এরা বৃহৎ, জটিল জীব। এরা মানুষের চুলের ওপরে বাস করে। এদের ম্যাট্রিক্সগুলো দৃঢ় নয়। এরা অমৃতজীবী, মিথোজীবী, অভোজী হয়। এরা টি-টু ভাইরাসের প্রতি অসংবেদনশীল। এরা অজৈব লবণ জারিত করে শক্তি সংগ্রহ করে। এরা পোষকের দ্বারা বংশ বিস্তার করে।
গ. এরা বৃহৎ, সরল জীব। এরা মানুষের পেটে বাস করে। এদের ম্যাট্রিক্সগুলো সুদৃঢ়। এরা অমৃতজীবী, অমিথোজীবী। এরা ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল। এরা জৈব লবণ জারিত করে পুষ্টি সংগ্রহ করে। এরা পায়ের দ্বারা খাদ্য সংগ্রহ করে।
ঘ. এরা ক্ষুদ্রতম, এককোষী, সরল জীব। এদের প্রোটোপ্লাজম আদি নিউক্লিয়াসযুক্ত। এরা ফাজ ভাইরাসের প্রতি অতিরিক্ত সংবেদনশীল। এরা জৈব লবণ জারিত করে শক্তি সংগ্রহ করতে পারে। এরা দ্বিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। এদের সুন্দর কোষপ্রাচীর আছে। এরা ক্ষেত্রবিশেষে কলোনি তৈরি করে।
১১। বিশ্ব তামাকমুক্ত দিবস কবে? বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর নাম কী?
ক। ২৯ মে। আ ফ ম মন্জুরুল হক খ. ৩১ মে। আ ফ ম রুহুল হক গ. ২৭ মে। মন্জুরুল হক ঘ. ২৬ মে। মতিয়া চৌধুরী।

মডেল টেস্ট-১: অংশ-১ ও ২ এর সঠিক উত্তর:
১. ক ২. খ ৩. খ, গ ৪. ক, খ, গ, ঘ ৫. ঘ ৬. ক ৭. ক, খ, গ, ঘ ৮. ঘ ৯. ক, খ, গ, ঘ ১০. ঘ ১১. খ।

No comments: