বিশ্বকাপ থেকে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কেউই হাসি-মুখে দেশে ফিরতে পারেনি। দুই দলকেই বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে। চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটির মুখোমুখি লড়াই থেকে বঞ্চিত হয়েছেন ফুটবলপ্রেমীরা। তবে ফুটবলপ্রেমীদের সেই না পাওয়ার দুঃখের অবসান ঘটতে যাচ্ছে। আগামী নভেম্বরেই দেখা যাবে আর্জেন্টিনা-ব্রাজিলের মহারণ! খবর বুয়েনস এইরেস হেরাল্ড।
ম্যারাডোনার আর্জেন্টিনা অধ্যায় শেষ। অন্তর্বর্তীকালীন কোচ সার্জিও বাতিস্তার নেতৃত্বেই নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগামী ১৭ নভেম্বর কাতারের দোহায় প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
ব্রাজিলের বিপক্ষে নামার আগে অবশ্য আরও লড়াই অপেক্ষা করছে লিওনেল মেসিদের জন্য। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ৮ অক্টোবর জাপানের বিপক্ষে নামবে আর্জেন্টিনা।
No comments:
Post a Comment