Tuesday, August 24, 2010

একটি সফটওয়্যারে একাধিক জিমেইল ব্যবহার

অনেক ব্যবহারকারী আছেন, যাঁরা একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। কিন্তু এক সফটওয়্যার (ব্রাউজার) থেকে একই সঙ্গে একাধিক জিমেইল অ্যাকাউন্টে ঢোকার সুবিধা দেওয়া থাকে না। একবার ঢোকার পর www.gmail.com লেখা হলে প্রতিবারই লগইন করা মেইল অ্যাকাউন্টটি চালু হয়।
সম্প্রতি গুগল একই সফটওয়্যার থেকে একাধিক অ্যাকাউন্টে ঢোকার সুবিধা যোগ করেছে। এই সুবিধাটি চালু করা যাবে www.google.com/accounts ঠিকানার ওয়েবসাইট থেকে। এই ঠিকানাটি খুললে Multiple sign-in নামের একটি অপশন দেখা যাবে। সাধারণভাবে এই সুবিধাটি বন্ধ করা থাকে। চালু করতে হলে off-এর পাশের Edit লিংকটিতে ক্লিক করতে হবে। পরবর্তী সময়ে একটি অ্যাকাউন্টে লগইন করা অবস্থায় অন্য কোনো ঠিকানায় প্রবেশ করতে চাইলে ওপরের ডান পাশের Settings-এর পাশের অ্যারো বাটনে ক্লিক করে Sign to another account লিংকটি ব্যবহার করে অন্য অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

No comments: