ল্যাপটপ ও নেটবুক, কোনটা কেনা উচিত তা নিয়ে দ্বিধায় থাকেন অনেকে। ল্যাপটপ কেনার আগে তাই প্রস্তুত হোন কি কাজের জন্য কিনবেন? সে অনুষারে আপনার সিস্টেম কিনতে হবে।
যদি শুধুমাত্র ওয়ার্ড প্রসেসিং বা ওয়েব ব্রাউজিং আপনার কাজ হয়, তবে নেটবুক আপনার জন্য যথেষ্ট্য। এক্ষেত্রে আপনার জানা উচিত নেটবুকে আপনি কোন ডিভিডি রম পাচ্ছেন না। তবে নেটবুকে খুব সহজেই ব্যাটারী পরিবর্তন করা যায় যা ল্যাপটপে যায় না। নেটবুকে ব্যবহার করা হয় এটম মোবাইল প্রসেসর। নেটবুকের বর্তমান বাজার মূল্য ২৫০০০ থেকে ৩৪০০০ টাকা।
অন্যদিকে আপনার লক্ষ যদি হয়, আপনি ডেক্সটপের পরিবর্তে ল্যাপটপ ব্যবহার করবেন তবে আপনি ল্যাপটপ কেনার কথা ভাবতে পারেন। এক্ষেত্রে প্রথমেই আপনার মাথায় রাখতে হবে, নতুন প্রসেসর। কারণ, ডেক্সটপের মতো চাইলেই আপনার ল্যাপটপটি আপগ্রেড করতে পারবেন না। তাই বাজারের ভালো প্রসেসরের ল্যাপটপ কেনাটাই যুক্তিযুক্ত। এক্ষেত্রে, আপনি কিনতে পারেন কোর আই থ্রি বা কোর আই ফাইভ প্রসেসর যুক্ত ল্যাপটপ। ল্যাপটপে র্যাম পরিবর্তন করা কিছুটা ঝামেলাপূর্ণ। তারপর আছে গ্রাফিক্স কার্ড। ল্যাপটপে গ্রাফিক্স কার্ড পরিবর্তনযোগ্য নয়। এক্ষেত্রে ভালো গ্রাফিক্স কার্ড যেমন এনভিডিয়ার পিক্সেল সেডার থ্রি যুক্ত ল্যাপটপ এখন বাজারে আছে। এরপর যদি স্ক্রিন ও পাওয়ার ম্যানেজমেন্ট এর সমস্যা থাকে তবে কিনতে পারেন লেড স্ক্রিনের ল্যাপটপ। এর সুবিধা, স্ক্রিন কম ব্যাটারী টানে। তাই ব্যাটারী পাওয়ার সাপোর্ট দেয় বেশী। ল্যাপটপ পাওয়া যাবে ৩৬০০০ থেকে ৬৬০০০ টাকার মাঝে। ব্রান্ডিং এর ঝামেলা থাকলে চোখ বন্ধ করে কিনতে পারেন এইচপি, কম্প্যাক বা ডেল। তবে আসুস, এসারও দেখতে পারেন। মিলে যেতে পারে দামের সাথে আপনার চাহিদা।
No comments:
Post a Comment