Friday, August 27, 2010

মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

মডেল টেস্ট-১  অংশ-৪
মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ মডেল টেস্টটির ৪র্থ অংশ ছাপা হলো।
১৭। সন্নিবেশ সংখ্যা কাকে বলে?
ক. কঠিন অবস্থার রসায়নে দ্বিমাত্রিকভাবে একটি পরমাণুর পাশে যতটি পরমাণু আছে, তাকে ওই পরমাণুর সন্নিবেশ সংখ্যা বলে।
খ. কঠিন অবস্থার রসায়নে একমাত্রিকভাবে যতটি পরমাণুর পাশে যতটি অণু আছে, তাকে বলে ওই পরমাণুর সন্নিবেশ সংখ্যা।
গ. কঠিন অবস্থার রসায়নে ত্রিমাত্রিকভাবে একটি পরমাণুর সঙ্গে যতটি পরমাণু থাকে, ওই পরমাণু সংখ্যাকে সে পরমাণুর সন্নিবেশ সংখ্যা বলে।
ঘ. কঠিন অবস্থার রসায়নে পঞ্চম মাত্রিকভাবে পাঁচটি পরমাণুর সঙ্গে যতটি পরমাণু থাকে, ওই পরমাণু সংখ্যাকে সে পরমাণুর সন্নিবেশ সংখ্যা বলে।
১৮। কোনটি ডট গুণন? এর অপর নাম কী?
ক. দুটি ভেকটরের গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, তবে এই গুণফলকে স্কেলার গুণন বা ডট গুণন বলে। ডট গুণনের অপর নাম স্কেলার গুণন।
খ. দুটি ভেকটরের গুণফল যদি একটি পূর্ণ সংখ্যা হয়, তবে এই গুণফলকে স্কেলার গুণন বা ডট গুণন বলে। ডট গুণনের অপর নাম স্কেলার গুণন।
গ. তিনটি ভেকটরের গুণফল যদি তিনটি পূর্ণ সংখ্যা হয়, তবে এই গুণফলকে স্কেলার বা ডট গুণন বলে। ডট গুণনের অপর নাম স্কেলার গুণন।
ঘ. চারটি ভেকটরের গুণফল যদি তিনটি পূর্ণ সংখ্যা হয়, তবে এই গুণফলকে স্কেলার বা ডট গুণফল বলে।
ডট গুণনের অপর নাম ভেকটর গুণন।
১৯। শূন্যস্থানটি পূরণ করো।
She—into tears (burst).
ক. She burst into tears.
খ. She bursted into tears.
গ. She had burst into tears.
ঘ. She bursting into tears.
২০। নিচের কোন তথ্যটি সঠিক নয়?
ক. He is sure for success.
খ. She was ordered to be hung.
গ. She has done a mistake.
ঘ. Please wait until I come back.
২১। নাসিকার কাজ কী?
(ক) প্রশ্বাস বায়ু প্রবেশে সাহায্য করে। (খ) প্রশ্বাস বাতাসে যেসব ধূলিকণা বা রোগজীবাণু থাকে, সেই ধুলাবালিকে লোম ও শ্লেষ্মাঝিল্লি ছাঁকনির মতো করে ছাঁকতে সাহায্য করে।
(গ) নাসাপথ অতিক্রমকারী বাতাস কিছুটা গরম ও আর্দ্র হয়ে ফুসফুসে ঢুকে যায়। (ঘ) স্বরতন্ত্রী কাঁপার জন্য স্বরের সৃষ্টি হয়।
২২। কোনটি পেশিকলার সাধারণ বৈশিষ্ট্য নয়?
(ক) এই কলার কোষগুলো লম্বা সুতার মতো
(খ) কোষগুলোতে সুস্পষ্ট নিউক্লিয়াস রয়েছে
(গ) পেশিকলার প্রায় ৩ শতাংশ পানি
(ঘ) সারকোপ্লাজমের মধ্যে পরস্পর সমান্তরালভাবে মাইয়োফিব্রিল নামে অনেকগুলো উপতন্তু রয়েছে।
২৩। মিউকোষা থেকে ভিলাই নামের আঙুলের মতো কিছু অভিক্ষেপ বের হয়। কোথা থেকে এই অভিক্ষেপ বের হয়?
(ক) পাকস্থলীর কলাস্থান থেকে (খ) ক্ষুদ্রান্তের কলাস্থান থেকে (গ) বৃক্কের মিউকোষা থেকে
(ঘ) বৃক্ক নালিকা থেকে।

মডেল টেস্ট-১: অংশ-৪ সঠিক উত্তর: ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. ক ২১. ঘ ২২. গ ২৩. খ।

No comments: