Monday, August 23, 2010

ফেসবুকে বন্ধুদের নিজের অবস্থান জানানোর নতুন উপায়

image


জিওট্যাগিংনিয়ে মাতামাতির শুরুটা খুব বেশিদিনের নয়সহজে ইন্টারনেটে নিজের সর্বশেষ অবস্থান জানানোর এক নয়া তরিকা এই জিওট্যাগিং৷ ইতিমধ্যে এই সেবা দিয়ে জনপ্রিয় হয়েছে কয়েকটি ওয়েবসাইটফেসবুকও দিচ্ছে নতুন এই সেবা

ধরুন আপনি গিয়েছেন বেড়াতে গ্রামে কিংবা কোন এক রেস্তোরায় অথবা আছেন কোন শপিং মলেবন্ধুদের খুব সহজেই তা জানাতে পারেন ফেসবুকের নতুন এই সেবা ব্যবহার করে এজন্য শুধু চেক ইন' করতে হবে আপনার মোবাইলে এরপর স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক আপনার বন্ধুদের জানাবে কোথায় আছেন আপনি

ভেবে বসবেন না, এটাতো আগেও জানানো যেত স্ট্যাটাসে লিখে দিলেই হল! না, এবারকার বিষয়টি আরো সহজ এখানে, আপনার মোবাইল ফোনই জানান দেবে আপনার সঠিক লোকেশনেরতাই, ছলচাতুরির সুযোগ আর থাকছে না

ফেসবুকের প্লেসেস প্রোডাক্ট ম্যানেজার মিখায়েল ইয়েল শ্যারনের কথায়, এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা দ্রুতই জানাতে পারবেন তাদের সর্বশেষ অবস্থানআর তা মুহূর্তেই শেয়ার হবে বন্ধুদের মাঝে তবে, লোকেশন জানানোর এই নয়া তরিকা আপাতত সীমাবদ্ধ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবের্গ অবশ্য জানিয়েছেন, পর্যায়ক্রমে সব দেশের ফেসবুক ব্যবহারকারীই এই সেবার আওতায় আসবে

ফেসবুক প্লেস মানে লোকেশন জানানোর সেবা ব্যবহার করতে প্রয়োজন পড়বে একটু ভালো মানের মোবাইল ফোন আইফোন বা স্মার্টফোনগুলোতে এটি কাজ করবে অনায়াসে

অবশ্য ইতিমধ্যেই বিতর্কও শুরু হয়েছে ফেসবুকের নতুন এই সেবা নিয়েফেসবুকে লোকেশন জানানোর ক্ষেত্রে ব্যবহারকারী কতটা নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন তাই নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন

No comments: