Monday, August 23, 2010

বেলকিনের ওয়্যারলেস রাউটার


অফিস এবং বাসাকে নেটওয়ার্ক তারের ঝামেলা থেকে মুক্তি দিতে বিশ্বখ্যাত আমেরিকান ব্রান্ড বেলকিন এনেছে ওয়্যারলেস রাউটার । এই রাউটারের সাহার্য্যে আপনি বাসায় অথবা অফিসে তৈরী করতে পারেন ওয়াই-ফাই নেটওয়ার্ক । ব্রডব্যান্ড, ওয়াইম্যাক্স, অথবা বিটিসিএল এর যেকোন একটি ইন্টারনেট কানেকশন নিয়ে বেলকিন রাউটারের সাহায্যে একসাথে ১৬ জন অপারেটর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন । এই রাউটারের সাহায্যে ১০০ মিটার পর্যন্ত নেটওয়ার্ক কভার করা যাবে । এর ডাটা ট্রান্সফার রেইট ৫৪ এমবিপিএস খুব সহজেই এটি স্থাপন করা যায়। এবং ওয়াইফাই জোন গড়ে তোলা যায়। বেলকিন এতে আপনি পাচ্ছেন তিন বছরের ওয়ারেন্ট্রি। এন১৫০ রাউটারটির সাহায্যে ৩০০ মিটার পর্যনত্ম নেটওয়ার্ক কভার করা যাবে এর ডাটা ট্রান্সফার রেট ১৫০ এমবিপিএস।

No comments: