এইচপি ঈদ প্রমোশন প্রোগ্রাম

হিউল্যাট-প্যাকার্ড (এইচপি) ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ কিছু সুবিধার কথা ঘোষণা করেছে। গত মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এইচপির ইমেজিং এবং প্রিন্টিং গ্রুপ বাংলাদেশের কান্ট্রি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাব্বির শফিউল্লাহ, এইচপি বাংলাদেশের কর্মকর্তা সাইদুর রহমান এবং আসাদুজ্জামান এ ঘোষণা দেন। অনুষ্ঠানে জানানো হয়, এই বিশেষ কর্মসূচি ইনপেইস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড, এইচপির পরিবেশক ফ্লোরা ডিস্ট্রিবিউশনস এবং মাল্টিলিংক ইন্টারন্যাশনাল যৌথভাবে পরিচালনা করবে। ঈদ উপলক্ষে এইচপির নির্ধারিত মডেলের প্রিন্টারের ইঙ্কজেট কার্ট্রিজ এবং টোনার কিনলে স্ক্র্যাচ কার্ড পাওয়া যাবে।কার্ডটি ঘষে ক্রেতারা পেতে পারেন ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন এবং ডিভিডি প্লেয়ার, শপিং ভাউচার, ফতুয়া ইত্যাদি।

Post a Comment

0 Comments