সিঙ্গাপুর বাংলাদেশ থেকে প্রায় ৪০ হাজার গৃহকর্মী নিয়োগ করবে। তিন মাসের মধ্যে এ নিয়োগপ্রক্রিয়া শুরু হবে।
সিঙ্গাপুরের ‘অ্যাসোসিয়েশন অব এমপ্লয়মেন্ট এজেন্সিজের (এইএ) চার সদস্যের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাত্ করে এ চাহিদার কথা জানায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব জাফর আহম্মদ খানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্লি এন সিও পেং প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন অ্যাসোসিয়েশনের সদস্য জনি লিম, হুয়া টেং লিন ও সুমিয়া লাথা।
প্রতিনিধিদল মন্ত্রীকে জানায়, সিঙ্গাপুরে প্রাথমিকভাবে এক লাখ ৯০ হাজার গৃহকর্মীর চাহিদা রয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ৪০ হাজার গৃহকর্মী নিয়োগ করতে তারা আগ্রহী। পর্যায়ক্রমে এ সংখ্যা অরও বাড়বে। এই গৃহকর্মীদের বেতন নির্ধারণ করা হচ্ছে আড়াই শ ডলার। এ বিষয়ে শিগগিরই সিঙ্গাপুরের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করা হবে। তবে এসব কর্মীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। সরকার প্রাথমিকভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এসব কর্মী পাঠাবে। মন্ত্রী সিঙ্গাপুরের অন্যান্য খাতে বাংলাদেশ থেকে আরও বেশি করে কর্মী নিয়োগের জন্য প্রতিনিধিদলকে অনুরোধ জানান।
No comments:
Post a Comment