Tuesday, August 31, 2010

৬৪টি জেলাতে বিশ্বকাপের টিকিট

দেশজুড়ে ৬৪টি জেলাতে বিশ্বকাপ ক্রিকেট ২০১১ আসরের টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে লোকাল অর্গানাইজিং কমিটি (এলওসি)। টুর্নামেন্টের পরিচালক আলী আহসান বাবু এ প্রসঙ্গে বলেন, আইসিসি’র অতিথি ও অফিসিয়ালদের জন্য আমরা কিছু টিকিট দিয়েছি। এছাড়া ৫ ভাগ টিকিট একটি পর্যটন কোম্পানি নিয়েছে আইসিসি’র মাধ্যমে।
বাকি টিকিট আমরা দেশজুড়ে ৬৪টি জেলাতেই বুথ বসিয়ে বিক্রির ব্যবস্থা করবো। মিরপুর স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৬ হাজার ৬শ’, চট্টগ্রামে ১৬ হাজার ৪শ’ আর ফতুল্লায় ১৮ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবে। এতো অল্প ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের আমরা এত দর্শক জায়গা দেবো কি করে? শুধু বাংলাদেশের দর্শকদের কথা ভাবলেই চলবে না, বিদেশীদের কথাও আমাদের ভাবতে হচ্ছে। ৬৪টি জেলাতে আমরা জেলার মূল শহরে একটি বুথ বসানোর কথা চূড়ান্ত হয়ে গেছে।

No comments: