Monday, August 30, 2010

জিমেইলে যোগ হলো ফোন করার সুবিধা

জনপ্রিয় অনলাইন ই-মেইল সেবা জিমেইলে এবার যোগ হয়েছে ফোন করার সুবিধা। গুগল জিমেইলে এ সেবা যুক্ত করে বিশ্বজুড়ে চমক ফেলে দিয়েছে। ই-মেইল ব্যবহারের পাশাপাশি নতুন এ সেবা পেয়ে গ্রাহকেরাও উচ্ছ্বসিত।
ফোন করার এ সেবাটি চালুর প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ১০ লাখেরও বেশি কল করা হয়েছে। শুরুতে দুটি দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার গ্রাহকেরা এ সেবার মাধ্যমে বিনা মূল্যে ফোন করার সুবিধা পাচ্ছে। এ ছাড়া অন্য সব দেশের জিমেইল ব্যবহারকারীদের জন্য কম খরচে কথা বলার সুযোগ থাকছে।
জিমেইলে থেকে সরাসরি ফোন করার এ সেবাটি অনেকটা ইন্টারনেট ফোন করার সফটওয়্যার স্কাইপের মতো। ব্যবহারকারীদের সুবিধার্থে জিমেইল ইনবক্সের বাঁ দিকের চ্যাট অপশনের নিচে যুক্ত হয়েছে ‘কল ফোন’ নামের অপশন। যেখানে ক্লিক করলেই একটি নম্বর প্যাড আসে, যেখান থেকে কাঙ্ক্ষিত নম্বর দিয়ে কল করা যাবে সহজে।download this software
Download link: Call phone

No comments: