Wednesday, August 25, 2010

মাদার তেরেসা স্মরণে চলচ্চিত্র উৎসব

নোবেলজয়ী মাদার তেরেসার জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের কলকাতায় আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসব। কাল বৃহস্পতিবার নন্দনের চারটি প্রেক্ষাগৃহে শুরু হবে এই উৎসব। ভারতসহ সাতটি দেশে মাদার তেরেসাকে নিয়ে তৈরি ১৫টি চলচ্চিত্র দেখানো হবে উৎসবে। ১৯৬৯ সালে মাদারকে নিয়ে তৈরি হয় প্রথম চলচ্চিত্র সামথিং বিউটিফুল ফর গড। ধারণা করা হয়, এই ছবিই বিশ্বের কাছে মাদার তেরেসাকে পরিচয় করিয়ে দেয়। উৎসবে দেখানো হবে সেটিও।
উৎসবের অন্য ছবিগুলো হলো দ্য মিশনারিজ অব চ্যারিটি ও রেভল্যুশন ইন কলকাতা (ফ্রান্স), যুক্তরাষ্ট্রের মাদার তেরেসা ইন দ্য নেম অব গড’স পুওর, মাদার তেরেসা, প্রেশাস লাভ, সিয়িং দ্য ফেস অব জেসাস এবং দ্য লিগ্যাসি; মাদ্রে তেরেসা (ইতালি), মাদার তেরেসা অ্যান্ড হার ওয়ার্ল্ড (জাপান), দ্য ফিফথ ওয়ার্ল্ড (স্পেন) এবং দ্য মেকিং অব এ সেন্ট (কানাডা)। আর ভারতের ছবিগুলো হলো ফ্রম সেন্ট সেন্ট টু সেন্টহুড, মাদার তেরেসা: দ্য লিভিং লিজেন্ড ও মাই কর্মা।
২৬ আগস্ট মাদার তেরেসার শততম জন্মদিন।

No comments: