Tuesday, August 31, 2010

মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

মডেল টেস্ট-২  অংশ-২
মেডিকেলে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি মডেল টেস্টের ২য় অংশ ছাপা হলো।
৫। পীততন্তুময় যোজক কলাকে ইংরেজিতে কী বলে? এই কলার কাজ কী?
(ক) Yellow dermoid tissue
এই কলার কাজ: রক্ত বাহিকাকে দুর্বল করে। দেহের ভেতরের কলাকে রক্ষা করে।
(খ) Yellow germinal tissue.
কাজ: রক্তের বাহিকাকে সতেজ করে। দেহকে সুষম আকৃতি দানে সাহায্য করে।
(গ) Black dermoid tissue.
কাজ: রক্তের বাহিকাকে পুষ্ট করে। দেহকে সুষম আকৃতি দান করে।
(ঘ) Yellow fibrous tissue. কাজ: রক্তবাহিকাকে স্থিতিস্থাপক করে। ফুসফুসের সংকোচন ও প্রসারণে সহায়তা করে। রক্তচাপের সাম্যাবস্থা ঠিক রাখে।
৬। ঘনত্ব ও দৃঢ়তার ওপর নির্ভর করে অস্থিকে কত ভাগে ভাগ করা যায় ও কী কী?
(ক) পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা: স্থিতিস্থাপক অস্থি, হিউমেরাস অস্থি, স্পঞ্জি অস্থি, হূৎপিণ্ড অস্থি, টেরাটোমা অস্থি।
(খ) চার ভাগে বিভক্ত। যথা: স্থিতিস্থাপক অস্থি, স্পঞ্জি অস্থি, হূৎপিণ্ড অস্থি, টেরাটোমা অস্থি। (গ) তিন ভাগে বিভক্ত। যথা: স্থিতিস্থাপক অস্থি, টেরাটোমা অস্থি, পীততন্তু অস্থি। (ঘ) দুই ভাগে বিভক্ত। যথা: দৃঢ় অস্থি, স্পঞ্জি অস্থি।
৭। ডাল্টনের পারমাণবিক মতবাদের সীমাবদ্ধতা কোনটি?
(ক) ডাল্টনের মতবাদে মৌলিক ও যৌগিক উভয় প্রকার পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। মৌলের ও যৌগের স্বাধীন অস্তিত্বের ক্ষুদ্রতম অংশ হলো অণু।
(খ) একই মৌলের পরমাণুসমূহ একই ভরবিশিষ্ট হওয়া দরকার। কিন্তু আইসোটোপ আবিষ্কারের ফলে প্রমাণ হয় যে, একই মৌলের পরমাণুর ভর বিভিন্ন হতে পারে।
(গ) যেকোনো পরমাণু ক্ষুদ্রতর কতকগুলো কণিকার দ্বারা তৈরি এবং পরমাণুকে এই সব মূল কণিকায় বিভাজন করা সম্ভব। (ঘ) ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর ভর বিভিন্ন হবে।
৮। কোনো পরিবাহীর বৈদ্যুতিক বিভব পরিবাহীতে দেওয়া চার্জের ওপর নির্ভর করে। চার্জ এবং বিভব পরস্পরের সমানুপাতিক—এই তথ্যটি সত্য, না মিথ্যা?
(ক) আংশিক সত্য (খ) সম্পূর্ণ সত্য (গ) আংশিক মিথ্যা (ঘ) পুরোপুরি মিথ্যা
৯। অনৈচ্ছিক পেশির অবস্থান কোথায়?
(ক) পৌষ্টিকনালি, রক্তনালি, শ্বাসনালি, মূত্রথলি, জরায়ু
(খ) চোখ, নাক, কান, গলা, মুখ, মুখবিবর (গ) চোখ, যকৃৎ, রক্তপেশি, শ্বাসনালি, মূত্রথলি
(ঘ) চোখ, যকৃৎ, রক্তনালি, মুখ, মুখবিবর, বৃক্ক
১০। কোনটি সঠিক তথ্য?
(ক) গোলকের অভ্যন্তরে বাস্তবে কোনো চার্জ বা বলরেখা না থাকার কারণে প্রাবল্য এক হবে (খ) গোলকের অভ্যন্তরে বাস্তবে কোনো চার্জ বা বলরেখা না থাকার কারণে প্রাবল্য শূন্য হবে (গ) গোলকের বাইরে বাস্তবে কোনো চার্জ বা বলরেখা না থাকার কারণে প্রাবল্য এক হবে (ঘ) গোলকের বাইরে বাস্তবে কোনো চার্জ বা বলরেখা না থাকার কারণে প্রাবল্য শূন্য হবে
১১। যোজক কলার কাজ কী?
(ক) শরীরের বিভিন্ন অঙ্গ বা কলার মধ্যে যোগসূত্র তৈরি করা
(খ) কাটাছেঁড়া-ক্ষত সারাতে সাহায্য করা (গ) বিভিন্ন পদার্থের পরিবহনে অংশ নেয়
(ঘ) শরীরের তাপ নিয়ন্ত্রণ করে
১২। মাইটোসিসের বৈশিষ্ট্য কোনটি?
(ক) মাইটোসিসের ফলে দুটি নিউক্লিয়াস থেকে একটি নিউক্লিয়াস তৈরি হয়
(খ) মাইটোসিস বিভাজনে মাতৃকোষের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারকে বাদ দিয়ে লম্বালম্বিভাবে সমান দুই অংশে ভাগ হয় এবং প্রতিটি অংশ এর নিকটবর্তী মেরুতে গমন করে। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার বিপরীতে হবে
(গ) মাইটোসিস বিভাজনের ফলে একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হয়
(ঘ) মাইক্রোসিসের ফলে একটি নিউক্লিয়াস থেকে তিনটি নিউক্লিয়াস তৈরি হয়।
১৩। কীভাবে ধারক গঠন করা হয়?
(ক) ধারক হলো এমন একটি যান্ত্রিক কৌশল যার সাহায্যে চার্জ জমানো যায়। পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে রাখা একজোড়া পরিবাহী দ্বারা ধারক গঠন করা যায়।
(খ) ধারক এমন একটি যান্ত্রিক কৌশল যার দ্বারা চার্জ জমানো যায় না। পরস্পর হতে অনির্দিষ্ট দূরত্বে রাখা একজোড়া পরিবাহী দ্বারা ধারক গঠন করা যায়।
(গ) ধারক এমন একটি যান্ত্রিক কৌশল যার দ্বারা চার্জ, ত্বরণ ও মন্দন জমানো যায় না। পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে রাখা একজোড়া অপরিবাহী দ্বারা ধারক গঠন করা যায়।
(ঘ) ধারক এমন একটি যান্ত্রিক কৌশল যার দ্বারা ত্বরণ, মন্দন ও বেগের অনুপাত জানা যায়। পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে রাখা দুইজোড়া পরিবাহী পদার্থ দ্বারা ধারক গঠন করা যায়।

মডেল টেস্ট-২: অংশ-২ সঠিক উত্তর: ৫। ঘ ৬। ঘ ৭। ক, খ, গ, ঘ ৮। খ ৯। ক ১০। খ ১১। ক, খ, গ, ঘ ১২। গ ১৩। ক।

No comments: