Tuesday, August 31, 2010

 মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

মডেল টেস্ট-২  অংশ-৩
মেডিকেলে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি মডেল টেস্টের ৩য় অংশ ছাপা হলো।
১৪। কোনটি সঠিক তথ্য?
(ক) ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান মধ্যে হলে ক্রোমোজোম ইংরেজি ‘V’-এর মতো দেখা যায়
(খ) ক্রোমোজোমে ব্লাস্টোমিয়ারের অবস্থান মধ্যে হলে ক্রোমোজোম ‘L’-এর মতো দেখা যায়
(গ) ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান বিপরীত দিকে হলে ক্রোমোজোম ‘L’-এর মতো দেখা যায়
(ঘ) ক্রোমোজোমে ব্লাস্টোমিয়ারের অবস্থান মধ্যে হলে ক্রোমোজোম ‘V’-এর মতো দেখা যায়
১৫। ‘অতি ভক্তি চোরের লক্ষণ’—Turn the sentence into English.
(a) Too much courser to much thief.
(b) Too much behavior too much evil.
(c) Too much courtesy, too much craft.
(d) To much craft, to much courtesy.
১৬। ‘জোর যার মুল্লুক তার’—Turn the sentence into English.
(ক) Might is right. (খ) Right is the might.
(গ) Might is the right.
(ঘ) Right is might.
১৭। ‘লক্ষ্যের প্রতি দৃষ্টি রেখে সে প্রচণ্ড পরিশ্রম করেছিল’—Make the sentence into English.
(ক) He worked hard as if he was a struggler.
(খ) He worked hard and his destination was fixed.
(গ) He works hard and his eyes were fixed.
(ঘ) He worked hard with an eye to the goal.
১৮। কোন তথ্যটি সঠিক নয়?
(ক) নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন নামে তিনটি কণা রয়েছে। প্রোটন নিরপেক্ষ, ইলেকট্রন ঋণাত্মক আধানবিশিষ্ট। প্রোটন ও নিউট্রনের ভর সমান নয়।
(খ) একটি প্রোটনের ধনাত্মক চার্জের পরিমাণ আরেকটি ইলেকট্রনের ঋণাত্মক চার্জের পরিমাণের বিপরীত।
(গ) ঘর্ষণের ফলে চার্জের সৃষ্টি হয়।
(ঘ) ঘর্ষণের ফলে চার্জের সৃষ্টি হয় না।
১৯। তড়িৎ বলরেখার ধর্ম কোনটি?
(ক) তড়িৎ বলরেখা সরলরেখা বা খোলা বক্ররেখা
(খ) দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না
(গ) বলরেখাগুলো ধনাত্মক চার্জ হতে তৈরি হয়ে ঋণাত্মক চার্জে শেষ হয়
(ঘ) তড়িৎ বলরেখাগুলো সর্বদা টান করা স্থিতিস্থাপক সুতার মতো দৈর্ঘ্য বরাবর সঙ্কুচিত হতে চেষ্টা করে।


মডেল টেস্ট-২: অংশ-৩ সঠিক উত্তর:
১৪। ক ১৫। সি ১৬। ক ১৭। ঘ ১৮। ক, খ, গ ১৯। ক, খ, গ, ঘ।

No comments: