ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্স ব্যবহারকারীর বুকমার্ক, গোপন নম্বর, প্রেফারেন্স, হিস্ট্রি, ট্যাব ইত্যাদি ব্যাকআপ রাখা এবং সিংক্রোনাইজ করার সুবিধা দিয়েছে তাদের নতুন ৪.০ সংস্করণ থেকে। ফলে ফায়ারফক্স ব্যবহারকারীরা সহজেই এক কম্পিউটারের (ব্যবহারকারী) বুকমার্ক, পাসওয়ার্ড, প্রেফারেন্স, হিস্টোরি, ট্যাব ইত্যাদি অন্য কম্পিউটারে ব্যবহার এবং হালনাগাদ করতে পারবে। এ জন্য Tool মেনু থেকে Set Up Sync-এ ক্লিক করে I've never used Sync before-এ ক্লিক করতে হবে।
এবার Create your Sync Account-এ অ্যাকাউন্ট তৈরির জন্য ফরম পূরণ করে Next করতে হবে। এবার Secret Phrase লিখে Next করতে হবে এবং Browser Sync Preferences-এ কম্পিউটারের নাম এবং সেটিংস নির্বাচন করে Next করে কনফার্ম কোড দিয়ে সমাপ্ত করুন, তাহলে সিংক্রোনাইজ হবে এবং ফায়ারফক্সের সার্ভারে সংরক্ষিত থাকবে। এবার নতুন আরেকটি কম্পিউটারের সিংক্রোনাইজ করতে Tool মেনু থেকে Set Up Sync-এ ক্লিক করে I'm already using Sync on another computer-এ ক্লিক করতে হবে। এখন User Name এবং Password দিয়ে Next করে পরবর্তী উইন্ডোতে Secret Phrase লিখে Next করুন। এরপর Merge নির্বাচন করে Next>Next করুন এবং কম্পিউটারের নাম এবং সেটিংস নির্বাচন করে Next এবং Finish করুন।
এবার দেখুন আগের কম্পিউটারের বুকমার্ক, পাসওয়ার্ড, প্রিফারেন্স, হিস্টোরি, ট্যাব ইত্যাদি চলে এসেছে।
পরবর্তী সময়ে কোনো পরিবর্তন করতে চাইলে Tool মেনু থেকে Options-এ ক্লিক করে Sync ট্যাবে গিয়ে অথবা Tool মেনু থেকে Sync-এ গিয়ে দরকারমতো পরিবর্তন করতে পারেন।
ফায়ারফক্সের নতুন সংস্করণটি (বিটা) www.mozilla.com/en-US/firefox/beta/ থেকে নামানো যাবে। এ ছাড়া সিংক প্রোগ্রামটি (অ্যাড-অনস) https://addons.mozilla.org/en-US/firefox/addon/10868/ থেকে ইনস্টল করে ৩.৫ এবং ৩.৬ সংস্করণে ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment