Thursday, August 26, 2010

মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

মডেল টেস্ট-১  অংশ-৩
মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি মডেল টেস্টের ৩ নম্বর অংশ ছাপা হলো। সঠিক উত্তর নিচে দেওয়া হলো মিলিয়ে নাও।
১২। ডাল্টনের আংশিক চাপ সূত্র কোনটি? আংশিক চাপ কাকে বলে?
ক. কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাসের আংশিক চাপসমূহের যোগফলের সমান। কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করত, তাকে ওই উপাদান গ্যাসের আংশিক চাপ বলে।
খ. কোনো নির্দিষ্ট চাপে বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট তাপ ওই চাপে তার উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করত, তাকেই বলে ডাল্টনের আংশিক চাপ সূত্র। এর অপর নাম আংশিক চাপ।
গ. কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াসম্পন্ন কোনো গ্যাস মিশ্রণের মোট তাপ ওই তাপমাত্রায় তার উপাদান তাপসমূহের গুণীতকের সমান। ওই মিশ্রণের উপাদান চাপ ওই তাপমাত্রায় মিশ্রণের সব চাপ, তাপ ও তাপমাত্রায় সমস্ত আয়তন যে স্থান দখল করে, তাকে বলে ডাল্টনের আংশিক চাপ। এটাই আংশিক চাপ।
ঘ. কোনো অনির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাসসমূহের আংশিক তাপসমূহের যোজ্যতাকে ডাল্টনের আংশিক চাপ বলে। এটাই চাপ সূত্র ও আংশিক চাপ।
১৩। সম্প্রতি যুক্তরাজ্যের নির্বাচনে বাঙালি কোন নারী এমপি হবার গৌরব অর্জন করেন? তিনি যুক্তরাজ্যের কোন এলাকার অধিবাসী? তিনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন?
ক. রওশন আরা আলী। তিনি নিউইয়র্কের নাগরিক। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
খ. রুশনারা আলী। তিনি পূর্ব লন্ডনের অধিবাসী। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
গ. টিউলিপ আলী। নেপালের অধিবাসী। তিনি অক্সফোর্ডের ছাত্রী।
ঘ. রুশনারা আলী। বার্মিংহামের অধিবাসী। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তেন।
১৪। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, তাঁর নাম কী? তাঁর পার্টির নাম কী? নতুন প্রধানমন্ত্রীর পূর্বে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাঁর নাম কী?
ক. ডেভিড ক্যামেরন, তাঁর পার্টির নাম কনজারভেটিভ পার্টি, পুরোনো (ক্যামেরনের পূর্বের প্রধানমন্ত্রী) প্রধানমন্ত্রীর নাম ছিল গর্ডন ব্রাউন।
খ. ডেভিড চার্লস পিটার। তাঁর পার্টির নাম লেবার পার্টি। পুরোনো প্রধানমন্ত্রীর নাম ছিল আব্রাহাম লিংকন।
গ. উইলিয়াম ক্যামেরন। তাঁর পার্টির নাম পিপলস পার্টি। পুরোনো প্রধানমন্ত্রীর নাম টনি ব্লেয়ার।
ঘ. ডেভিড ম্যাককেইন। তাঁর পার্টির নাম হিউম্যান ডেমোক্রিটাস পার্টি। পুরোনো প্রধানমন্ত্রীর নাম চেরি ব্লেয়ার।
১৫। অণুব্যাপন কাকে বলে?
ক. বাহ্যিক তাপের প্রভাবে সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসের সজোরে বদ্ধ হওয়াকে বলে অণুব্যাপন।
খ. বাহ্যিক আলোর প্রভাবে সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসের সজোরে বদ্ধ হওয়াকে বলে অণুব্যাপন।
গ. বাহ্যিক চাপের প্রভাবে সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসের সজোরে বের হওয়াকে বলে অণুব্যাপন।
ঘ. বাহ্যিক তাপের প্রভাবে বদ্ধ পথ দিয়ে গ্যাসের বন্ধ হওয়াকে বলে অণুব্যাপন।
১৬। গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য কোনটি?
ক. অণুগুলোর মোট আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় খুবই নগণ্য।
খ. গ্যাসাধারের দেয়ালের ওপর গ্যাসের অণুর অবিরাম সংঘর্ষের ফলেই গ্যাসের চাপের সৃষ্টি হয়।
গ. অণুগুলোর নিজের মধ্যে এবং অণু ও গ্যাসাধারের দেয়ালের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই।
ঘ। অণুগুলোর মোট গতিশক্তি তথা প্রতিটি অণুর গড় গতিশক্তি গ্যাসের তাপমাত্রার সমানুপাতিক।


মডেল টেস্ট-১: অংশ-৩ এর সঠিক উত্তর:
১২. ক ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ক, খ, গ, ঘ।

No comments: