অনেকের PC তে My Compute চালু হতে একটু সময় নেয়।
আমরা অনেকেই Computer এ Network Drive ব্যবহার করি না। আর ব্যবহার করলেও তা My computer এ Show করাই না।
আবার আমাদের অনেকের Remote Registry দরকার হয় না।
নিচের দুটি পদ্ধতি দুটো Apply করলে আশা করি আপনার My computer টি আরো দ্রুত চালু হবে।
১. My Computer –> Tools –> Folder Options –> View চালু করুন “Automatically search for network files and folders" এর সামনে একটি ক্লিক চেক করা থাকে, এটি তুলে দিন। এবং
২. Run –> regedit রেজিস্ট্রি এড্টির চালু হবে।
HKEY_LOCAL_MACHINE –> Software –> Microsoft –> Windows –> Current Version –> Explorer –> RemoteComputer –> NameSpace এর {D6277990-4C6A-11CF-8D87-00AA0060F5BF} এর Keyটি মুছে দিন। এবার computer Restart দিন।
No comments:
Post a Comment